হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এবার গরম কাটবে ঠান্ডায়! এক-সে-বরকর-এক পানীয় নিয়ে হাজির RCPL-এর 'ক্যাম্পা'

Launch Of Campa: এবার গরম কাটবে ঠান্ডায়! এক-সে-বরকর-এক পানীয় নিয়ে হাজির RCPL-এর 'ক্যাম্পা'

প্রাথমিকভাবে 'ক্যাম্পা'-য় মিলবে ক্যাম্বা কোলা, ক্যাম্পা লেমন ও ক্যাম্পা অরেঞ্জ

  • Share this:

মুম্বই: হইহই করে গ্রীষ্ম এসেই গেল! গরমের দাপট শুরু হয়েছে বৈকি! মার্চ মাসেই সূর্যের সে কী হাসি! উফফ! চাঁদি ফাটা গরমে জীবন নাজেহাল! কিন্তু চিন্তা করবেন না! এবার গরম কাটবে আরামে, ঠান্ডায়! কারণ? বাজারে ফিরে এল একসময়ের তুমুল জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড 'ক্যাম্পা'! রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL)-এর FMCG শাখা এবং Reliance Retail Ventures Limited (RRVL) এর সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান এই পানীয় ব্র্যান্ড লঞ্চ করল।

প্রাথমিকভাবে 'ক্যাম্পা'-য় মিলবে ক্যাম্বা কোলা, ক্যাম্পা লেমন ও ক্যাম্পা অরেঞ্জ। রিলায়েন্স বরাবর দেশজ ব্র্যান্ডের উন্নতিকল্পের কথা ভেবেছে। এক্ষেত্রেও বিকল্প হল না। রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL)-এর মুখপাত্র বলেন, '' ক্যাম্পা একটি আইকনিক ব্র্যান্ড। নতুন অবতারে এই তুমুল জনপ্রিয় ব্র্যান্ডকে ফিরিয়ে আনার মধ্যে আলাদা একট উত্তেজনা রয়েছে। এই ব্র্যান্ডটি প্রজন্ম নির্বিশেষে মানুষকে আকর্ষণ করবে। পরিবারের বয়স্কদের মনে পড়ে যাবে তাঁদের তারুন্যের 'ক্যাম্পা'-র কথা। ফিরে ফিরে আসবে নস্টালজিয়া। অন্যদিকে আজকের প্রজন্ম পানীয়ের  তরতাজা স্বাদের প্রেমে পড়বে।''

ক্যাম্পা-র ঐতিহ্য ৫০ বছরের। পাওয়া যাবে ৫টি সাইজে। ২০০ এমএল, ৫০০ এমএল, ৬০০ এমএল, ১ লিটার ও ২ লিটার প্যাক-এ। ক্যাম্পার লঞ্চের সঙ্গে RCPL-এর FMCG পোর্টফোলিও আরও সমৃদ্ধ হল। ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে সশ্য হাজুরির মত ঐতিহ্যবাহী ব্র্যান্ড, লোটাস চকোলেট-এর মতো কনফেকশনারি ব্র্যান্ড, শ্রী লঙ্কার বিস্কুট ব্র্যান্ড মালিবান। এছাড়াও রয়েছে নিত্যদিনের জিনিসপত্রের ব্র্যান্ড ইনডিপেনডেন্স ও গুড লাইফ।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Campa