এমনও হয়! মাত্র ৫-১০ টাকাতেই গৃহস্থালির জিনিস! দেদার কেনাকাটায় মজেছে মানুষ! কোথায় দেখে নিন এখানে

Last Updated:

শুনলে অনেকেই আশ্চর্য হবেন যে, এখানে প্রতিটি সামগ্রীর দাম শুরু হচ্ছে ৫ টাকা থেকে। আর এর দাম সর্বোচ্চ যেতে পারে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত।

ভোপাল: আজকালকার দুনিয়ায় ১০ টাকায় আর কী-ই বা হয়! বড়জোর একটা কেক কিংবা বিস্কুটের প্যাকেট! অথবা কোনও টুকিটাকি জিনিস! কিন্তু গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী কি এখন আর এত কম দামে পাওয়া যায়! আগে অবশ্য কম টাকাতেই মিলত গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী।
তবে যদি বলি যে, এখনও ঘর সংসারের টুকিটাকি জিনিস ৫, ১০ কিংবা ২০ টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে হয়তো কেউই বিশ্বাস করবেন না। অবিশ্বাস্য ঠিকই, কিন্তু এটাই সত্যি। কিন্তু কোথায় মিলছে এত সস্তার জিনিসপত্র? মধ্যপ্রদেশের সাগরে বসেছে ঘর-সংসার সেল। আর সেখানেই মিলছে সস্তায় গৃহস্থালির জিনিসপত্র।
advertisement
advertisement
ফলে এই আকর্ষণীয় অফার পাওয়ার জন্য মহিলারা ভিড় জমাচ্ছেন সাগর মহোৎসবের এই মেলায়। শুনলে অনেকেই আশ্চর্য হবেন যে, এখানে প্রতিটি সামগ্রীর দাম শুরু হচ্ছে ৫ টাকা থেকে। আর এর দাম সর্বোচ্চ যেতে পারে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। ফলে আকর্ষণীয় মূল্যে ঘর-সংসারের টুকিটাকি জিনিস কিনে নেওয়ার সুযোগ ছাড়ছেন না কেউই।
advertisement
কিন্তু ঠিক কোন জায়গায় এই মেলার আয়োজন করা হয়েছে? আর কী কী পাওয়া যাচ্ছে সেখানে? এই বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। সাগরের সঞ্জয় ড্রাইভ রোডে মা মহলওয়ার দেবী মন্দিরের কাছে স্বাধীনতার অমৃত মহোৎসবের আওতায় সাগর মহোৎসব মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় ঘর সংসার সেল নামে একটি স্টল রয়েছে।
advertisement
যেখানে ছোট ছোট চামচ, বাটি, প্লেট, ঝুড়ি, বোতল, টিফিন বাক্স, ক্যান, চালনি, গ্লাস, বয়াম, কাপ থেকে শুরু করে প্লাস্টিক কিংবা স্টিলের সব ধরনের ছোট বড় সামগ্রী পাওয়া যাচ্ছে। তা-ও খুবই কম দামে। দুর্দান্ত কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে মাত্র ৭০ টাকায়।
তবে মহিলারা ১০ থেকে ২০ টাকার সামগ্রীই বেশি পছন্দ করছেন মহিলারা। আর সবথেকে বড় কথা হল, এখানে কেনাকাটার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মহিলারা। এখানেই শেষ নয়, এই মেলায় বিকোচ্ছে বেন্টেক্সের গয়নাও। যা মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষণের জায়গা হয়ে উঠেছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্যও ব্যবস্থা রয়েছে। মিকি মাউস, ঘোড়ার গাড়ি, ট্রেন স্যুইমিং পুল থেকে শুরু করে তাদের পছন্দের খাবারও পাওয়া যাচ্ছে এখানে।
advertisement
বড়দের জন্যও সুলভ মূল্যে খানাপিনার বন্দোবস্ত রয়েছে। কম দামে মিলছে দক্ষিণ ভারতীয় খাবারও। গরমের মরশুমকে টেক্কা দিতে রাখা হয়েছে রোলার আইসক্রিম, মটকা কুলফি, সফটি আইসক্রিমও। প্রতিদিন শহরের হাজার হাজার মানুষের সমাগম ঘটছে এই মেলায়। আনন্দ আর বিনোদেনের সঙ্গে চলছে দেদার কেনাকাটাও।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এমনও হয়! মাত্র ৫-১০ টাকাতেই গৃহস্থালির জিনিস! দেদার কেনাকাটায় মজেছে মানুষ! কোথায় দেখে নিন এখানে
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement