‘FD Laddering’ কী জানেন? এভাবে বিনিয়োগ করলে ফিক্সড ডিপজিটে মিলবে অবিশ্বাস্য রিটার্ন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই জানেন না, বিশেষ পদ্ধতিতে ফিক্সড ডিপোজিটের এই রিটার্নকে বহুগুণ বাড়ানো যায়। সেটা হল ‘ব্যাঙ্ক এফডি ল্যাডারিং’।
ফিক্সড ডিপোজিট মানে নিশ্চিত রিটার্ন। কোনও ঝুঁকি নেই। টাকাও নিরাপদে থাকে। অকাল প্রত্যাহারে জরিমানা দিতে হয় বটে, তবে যে কোনও সময় ভাঙানোও যায়। এফডি-র সুদ আগেভাগেই নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী রিটার্ন আসে। কিন্তু অনেকেই জানেন না, বিশেষ পদ্ধতিতে ফিক্সড ডিপোজিটের এই রিটার্নকে বহুগুণ বাড়ানো যায়। সেটা হল ‘ব্যাঙ্ক এফডি ল্যাডারিং’।
ব্যাঙ্ক এফডি ল্যাডারিং কী: ব্যাঙ্ক এফডি ল্যাডারিং এক ধরনের কৌশল। বিভিন্ন মেয়াদে একাধিক ফিক্সড ডিপোজিট করতে হয়। যাঁরা দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, তাঁদের এই পদ্ধতিতে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা।
advertisement
এফডি ল্যাডারিং সম্পর্কে যা জানতে হবে: মোট পরিমাণকে তিন বা চার ভাগে ভাগ করে ফিক্সড ডিপোজিট করা হয়। প্রত্যেক ভাগে বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদ ভিন্ন। এটা বিনিয়োগকারী তাঁর লক্ষ্য অনুযায়ী নিজেই ঠিক করতে পারেন।
advertisement
আরও পড়ুন: বর্তমানে পোস্ট অফিসের কোন স্কিম সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে ? টাকা জমা রাখার আগে জেনে নিন
একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ধরা যাক, কেউ ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করাতে চান। এখন তিনি একবারে পুরো টাকা বিনিয়োগ না করে ল্যাডারিং কৌশল মেনে ১ লক্ষ টাকার ৫টা এফডি করবেন। মেয়াদ হবে ১,২,৩,৪ এবং ৫ বছর। প্রথম ফিক্সড ডিপোজিট যখন ১ বছরে ম্যাচিওর করবে তখন সুদ সহ যে রিটার্ন আসবে সেটা আবার চার বছরের জন্য বিনিয়োগ করবেন। ২ বছরে যেটা ম্যাচিওর করছে সেটা আবার ৩ বছরের জন্য পুনরায় বিনিয়োগ। এভাবে প্রতি বছর একটা করে এফডি ম্যাচিওর করবে এবং সেটা ফের বিনিয়োগ করতে হবে। এভাবে পাঁচ বছর বিনিয়োগ চলতে থাকবে।
advertisement
এতে একলপ্তে ৫ লাখ বিনিয়োগ করলে যে রিটার্ন মিলত, তার থেকে অনেক বেশি টাকা পাওয়া যাবে। কারণ প্রতি বছর ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করলে তার সুদটাও ফের বিনিয়োগের জন্য ব্যবহার করা যাচ্ছে। এটাই ‘এফডি ল্যাডারিং’-এর সুবিধা। এতে জমা টাকা নিরাপদে তো থাকছেই, সুদটাকেও ফের বিনিয়োগ করা যাচ্ছে। ফলে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় রিটার্ন আসছে অনেক বেশি।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 3:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘FD Laddering’ কী জানেন? এভাবে বিনিয়োগ করলে ফিক্সড ডিপজিটে মিলবে অবিশ্বাস্য রিটার্ন