#নয়াদিল্লি: ভারতে করোনা মহামারীর প্রভাবে ডিজিটাল পেমেন্টের বাজার অনেকটাই বেড়েছে। এর ফলে দেশের বড় শহরের সঙ্গে সঙ্গে অনেক ছোট শহরেও ক্রেডিট কার্ডের (Credit Card) রমরমা বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ৬.৪ কোটি ক্রেডিট কার্ডের প্রচলন রয়েছে। যাঁরা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের এর সঙ্গে জড়িত সমস্ত তথ্য জানা দরকার। ক্রেডিট কার্ড সম্পর্কে সবার প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস জানা দরকার, সেটি হল বিলিং সাইকেল (Billing Cycle)।
ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল
ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল স্টেটমেন্ট সাইকেল নামেও পরিচিত। বিলিং সাইকেল সেই দিন থেকেই শুরু হয়ে যায়, যেদিন থেকে ক্রেডিট কার্ড অ্যাকটিভেট হয়। বিলিং সাইকেলের সময় ২৮ দিন থেকে ৩২ দিনের হয়। ক্রেডিট কার্ড স্টেটমেন্ট অথবা বিলিং স্টেটমেন্ট থেকে জানা যায় যে কোনও ইউজার বিলিং সাইকেল বা বিলিং পিরিয়ডে কী ভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করেছে। বিলিং সাইকেলের মাধ্যমে জানা যায় ট্রানজাকশন, মিনিমাম ডিউ অ্যামাউন্ট, ডিউ ডেট ইত্যাদি।
পেমেন্ট ডিউ ডেট
ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ থাকে। সেই তারিখের পর করা পেমেন্টে দুই ধরনের চার্জ লাগু হয়। যে টাকা বাকি রয়েছে তার সুদের পেমেন্ট এবং লেট পেমেন্ট ফি।
আরও পড়ুন: LIC-র প্রিমিয়াম জমা করার জন্য ব্যবহার করা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা, জেনে নিন কীভাবে!
মিনিমাম অ্যামাউন্ট ডিউ
বাকি থাকা অর্থের ওপর প্রায় ৫ শতাংশ সুদ নির্ধারিত করা হয় অথবা লেট ফি বাঁচানোর জন্য কিছু পরিমাণে টাকা দেওয়া হয়।
টোটাল আউটস্ট্যান্ডিং
প্রতি মাসে মোট টাকার পরিমাণ নির্ধারণ করা দরকার, যাতে কোনও অতিরিক্ত চার্জ লাগানো হয়নি। সেই মোট টাকায় সব ইএমআই যুক্ত হয়। এর সঙ্গে বিলিং সাইকেলে লাগানো চার্জও রয়েছে।
ক্রেডিট লিমিট
ক্রেডিট কার্ড স্টেটমেন্টে তিন ধরনের লিমিট পাওয়া যায়- মোট ক্রেডিট লিমিট, উপলব্ধ ক্রেডিট লিমিট এবং ক্যাশ লিমিট।
আরও পড়ুন: বিবাহিতদের জন্য বাম্পার সুযোগ সরকারি স্কিমে! প্রতি মাসে মিলবে ১০ হাজার টাকা! জানুন...
ট্রানজাকশন ডিটেলস
এই সেকশনে পুরো তথ্য পাওয়া যায় যে, নিজেদের ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে কত টাকা এসেছে এবং কত টাকা খরচ করা হয়েছে।
রিওয়ার্ড পয়েন্ট -
ক্রেডিট কার্ড স্টেটমেন্টে এখনও পর্যন্ত জমা করা রিওয়ার্ড পয়েন্টের সঙ্গে নিজেদের স্টেটাসও দেখা যাবে। এখানে একটা টেবিল দেখা যাবে, সেই টেবিলে আগের সাইকেল থেকে আসা রিওয়ার্ড পয়েন্টের সংখ্যা, বর্তমান বিলিং সাইকেলের থেকে উপার্জন করা রিওয়ার্ড পয়েন্ট এবং শেষ হয়ে যাওয়া রিওয়ার্ড পয়েন্টের সংখ্যা সমেত সমস্ত রিওয়ার্ড পয়েন্টের ডিটেলস দেখা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Credit Card