Employees Salary: ১ এপ্রিল থেকে ৩০ দিনের সমান গ্র্যাচুইটি মিলবে? জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী!
- Published by:Suman Biswas
Last Updated:
Employees Salary: কর্মচারি সংগঠনগুলির দাবি ছিল, সরকার কর্মচারীদের বর্তমানে ১৫ দিনের বেতনের সমান গ্র্যাচুইটি দেওয়ার নিয়ম সংশোধন করে তা বাড়িয়ে ৩০ দিন করুক।
#নয়াদিল্লি: সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আবারও ফিরিয়ে দিল কেন্দ্র। লাখ লাখ কর্মী যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেলেন। কর্মচারি সংগঠনগুলির দাবি ছিল, সরকার কর্মচারীদের বর্তমানে ১৫ দিনের বেতনের সমান গ্র্যাচুইটি দেওয়ার নিয়ম সংশোধন করে তা বাড়িয়ে ৩০ দিন করুক। কিন্তু এই দাবি মানেনি কেন্দ্র।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (Rameswar Teli) রাজ্যসভায় স্পষ্ট জানিয়ে দেন, ‘কর্মচারীরা বছরে ১৫ দিনের বেতনের সমান গ্র্যাচুইটি পাবেন। তা বাড়িয়ে এখনই ৩০ দিন করা হচ্ছে না’।
advertisement
পাবলিক সেক্টরে পাঁচ বছরের কম সময় কাজ করছেন এমন বেসরকারি এবং চুক্তিবদ্ধ কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে এক প্রশ্নের জবাবে এই কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আগেই জানিয়েছেন, সামাজিক সুরক্ষা কোড ২০২০-র অধীনে কোনও কর্মচারির আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনা বা সময়ের আগেই চাকরি থেকে অবসর নিলে গ্র্যাচুইটির জন্য ৫ বছরের অবিচ্ছিন্ন পরিষেবা সম্পূর্ণ করার প্রয়োজন হবে না।
advertisement
কেন্দ্র বহুবার বলেছে যে কোড অন সোশ্যাল সিকিউরিটি, ২০২০-র নিয়ম অনুযায়ী একজন কর্মচারী এক বছর কাজ করলেই গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী বলে বিবেচিত হবেন। তবে ১ এপ্রিল থেকে এই আইন কার্যকর হচ্ছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বর্তমানে, কোনও কর্মী ৪ বছর ২৪০ দিন কাজ করলে তবেই তিনি গ্র্যাচুইটি পাওয়ার দাবিদার হন।
advertisement
একই সঙ্গে ২০২২-এর ১ এপ্রিল থেকে প্রযোজ্য নয়া শ্রম আইনে কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত পিএফ কাটার নিয়ম আনার কথা বলা হয়েছে। এতে সামাজিক নিরাপত্তা জোরদার হাতে বেতনের পরিমাণ কমে যাবে। তবে তা বাস্তবায়ণ হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। কারণ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দেশিকা জারি করেনি সরকার।
advertisement
গ্র্যাচুইটি কী? গ্র্যাচুইটির হিসেব করার সময়ে যত বছর চাকরি করেছেন কর্মী, তার প্রতিটির জন্য ১৫ দিনের মূল বেতন ধরা হয়। আর মাস ধরা হয় ২৬ দিনে। ফর্মুলা এ রকম - (মাসিক মূল বেতন/২৬) x ১৫ x চাকরির মেয়াদ। অর্থাৎ, কোনও ব্যক্তির যদি গ্র্যাচুইটি পাওয়ার সময় মাসিক মূল বেতন ৫০,০০০ টাকা হয় এবং তিনি ১০ বছর চাকরি করে থাকেন, সে ক্ষেত্রে তাঁর প্রাপ্য গ্র্যাচুইটি হবে: (৫০,০০০/২৬) x ১৫ x ১০= ২,৮৮,৪৬২ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2022 10:35 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Employees Salary: ১ এপ্রিল থেকে ৩০ দিনের সমান গ্র্যাচুইটি মিলবে? জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী!