Mutual funds Redemption: মিউচুয়াল ফান্ডের টাকা তোলার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন, না হলে রিটার্ন কমে যাবে

Last Updated:

মেয়াদ শেষে হাতে থাকা ইউনিট মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে বিক্রি করে দিতে হয়। এটাকে বলে ‘মিউচুয়াল ফান্ড রিডেম্পশন’। নির্দিষ্ট পদ্ধতি মেনে ফান্ড রিডেম্পশন করতে হয়। না হলে রিটার্ন কমতে পারে।

মিউচুয়াল ফান্ড: বিনিয়োগের মেয়াদ শেষ হলে হাতে আসে ম্যাচিউরিটির টাকা। পিপিএফ, এফডি বা রেকারিং ডেপজিট – সব একই নিয়ম। মিউচুয়াল ফান্ডের ধরনটা আলাদা। এখানে মেয়াদ শেষে হাতে থাকা ইউনিট মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে বিক্রি করে দিতে হয়। এটাকে বলে ‘মিউচুয়াল ফান্ড রিডেম্পশন’। নির্দিষ্ট পদ্ধতি মেনে ফান্ড রিডেম্পশন করতে হয়। না হলে রিটার্ন কমতে পারে।
অনলাইন বা অফলাইনে মিউচুয়াল ফান্ড রিডেম্পশন করা যায়। অনলাইনে করার জন্য ফান্ড হাউজের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে। আর অফলাইনে রিডিম করতে রিডেম্পশন ফর্ম পূরণ করে এএমসি বা এর রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্টের কাছে জমা দিতে হবে। রিডেম্পশনের দিন বিনিয়োগকারী পাবেন ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু। এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু হল, ফান্ডের ইউনিট প্রতি মূল্য, এটি সাধারণত দৈনিক ভিত্তিতে গণনা করা হয়। মিউচুয়াল ফান্ড রিডিমের সময় কয়েকটা জিনিস মাথায় রাখা গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
রিডেম্পশন প্রক্রিয়া: প্রত্যেক ফান্ডের রিডেম্পশন প্রক্রিয়া ভিন্ন। বিনিয়োগকারী যে ফান্ডে বিনিয়োগ করেছেন, তার রিডেম্পশন প্রক্রিয়াটা বুঝতে হবে। স্কিমের নথিপত্র ভাল করে দেখে নেওয়া উচিত। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করতে হবে।
advertisement
মিনিমাম হোল্ডিং পিরিয়ড: বিনিয়োগকারী যে ফান্ডে বিনিয়োগ করেছেন তার মিনিমাম হোল্ডিং পিরিয়ড আছে কি না দেখতে হবে। যদি থাকে তাহলে সেই নির্দিষ্ট সময়ের আগে ফান্ড রিডিম করা যাবে না।
advertisement
এক্সিট লোড: অনেক ফান্ডে এক্সিট লোড থাকে। অর্থাৎ বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফান্ড রিডিম করলে এক্সিট লোড হিসেবে টাকা দিতে হয়। এই বিষয়ে সচেতন থাকতে হবে।
এনএভি: এনএভি প্রতিদিন পরিবর্তিত হয়। বিনিয়োগকারীকে দেখতে হবে, তিনি যেদিন ফান্ড রিডিম করছেন সেদিন এনএভি যেন বেশি থাকে। তবেই বেশি রিটার্ন মিলবে।
advertisement
রিডেম্পশনের পদ্ধতি: দুরকম ভাবে মিউচুয়াল ফান্ড ইউনিট রিডিম করা যায়। এক, ফিজিক্যাল সার্টিফিকেট, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে। দুই, সিস্টেমেন্টিক উইথড্রয়াল প্ল্যান।
কাট-অফ-টাইমিং: কাট-অফ-টাইমিংও মাথায় রাখতে হবে। একই দিনের এনএভি-র জন্য বিভিন্ন ফান্ডের আলাদা কাট-অফ-টাইম থাকতে পারে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual funds Redemption: মিউচুয়াল ফান্ডের টাকা তোলার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন, না হলে রিটার্ন কমে যাবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement