Landlord Engineer: বাড়িওয়ালা ইঞ্জিনিয়ার! নিজের বাড়ির ঘরগুলি বিভিন্ন জনকে ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকার বেশি উপার্জন এই যুবকের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Landlord Engineer: গোটা বাড়ি সাধারণত একজন ছাত্রকে ভাড়া দেওয়া হয় না৷ তখন থেকেই এই আইডিয়া তাঁর বেশ পছন্দ হয়
৩৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী করুণ ভিজ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ তার কারণ জানেন? তিনি নিজের বাড়ির ঘরগুলি ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন৷ জানা গিয়েছে, করুণ সব সময় নিজের ভূসম্পত্তি করতে চাইতেন৷ কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি খেয়াল করেন সেখানে বাড়ির প্রতিটি ঘর আলাদা আলাদা করে ভাড়া দেওয়া হয়৷ গোটা বাড়ি সাধারণত একজন ছাত্রকে ভাড়া দেওয়া হয় না৷ তখন থেকেই এই আইডিয়া তাঁর বেশ পছন্দ হয়৷
২০১৬ সালে কানাডার অন্টারিওতে প্রথম নিজের বাড়ি কেনেন ২৬ বছর বয়সি করুণ৷ ৭ জন কলেজছাত্রকে ভাড়া দেন বাড়ির বিভিন্ন ঘর৷ এই ভাবে ঘর ভাড়া নেওয়া পড়ুয়াদের পক্ষেও সুবিধেজনক হয়৷ খরচ বেশিও পড়ে না৷ আবার নেহাত সস্তার মন্দ বন্দোবস্তও নয়৷
তবে করুণ কিন্তু সম্পূর্ণ বাড়িওয়ালার পেশায় পা রাখেননি৷ স্নাতক হওয়ার পর চাকরি শুরু করেন অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে৷ বর্তমানে তিনি আমেরিকার এক সংস্থায় সেলস ম্যানেজার৷ বেতন এবং ঘরভাড়ার টাকা জমিয়ে তিনি দক্ষিণ অন্টারিওতে আরও ভূসম্পত্তি কিনতে শুরু করেন৷ বর্তমানে কানাডায় মোট চারটি বাড়ি আছে করুণের৷ ৪ টি বাড়ির ২৮ টি ঘর তিনি বিভিন্ন জনকে ভাড়া দিয়েছেন৷ এখন প্রতি মাসে তাঁর উপার্জন ভারতীয় মুদ্রায় ৯ লক্ষেরও বেশি৷
advertisement
advertisement
আরও পড়ুন : কাঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার
শুধুই অর্থোপার্জন নয়৷ বাড়িওয়ালা হওয়ার অসুবিধেও প্রচুর বলে মত করুণের৷ সব সময় ভাড়াটের কাছ থেকে অভাব অভিযোগ জানিয়ে ফোন আসতে থাকে৷ রাত ৩ টের সময়ও ফোনে ভাড়াটের আর্জি শুনতে হয়েছে তাঁকে৷ কিন্তু এত সব কিছুর পরও বাড়ি বিক্রি করবেন না করুণ৷ আপাতত থাকতে চান বাড়িওয়ালা হয়েই৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 12:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Landlord Engineer: বাড়িওয়ালা ইঞ্জিনিয়ার! নিজের বাড়ির ঘরগুলি বিভিন্ন জনকে ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকার বেশি উপার্জন এই যুবকের