Landlord Engineer: বাড়িওয়ালা ইঞ্জিনিয়ার! নিজের বাড়ির ঘরগুলি বিভিন্ন জনকে ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকার বেশি উপার্জন এই যুবকের

Last Updated:

Landlord Engineer: গোটা বাড়ি সাধারণত একজন ছাত্রকে ভাড়া দেওয়া হয় না৷ তখন থেকেই এই আইডিয়া তাঁর বেশ পছন্দ হয়

করুণ কিন্তু সম্পূর্ণ বাড়িওয়ালার পেশায় পা রাখেননি
করুণ কিন্তু সম্পূর্ণ বাড়িওয়ালার পেশায় পা রাখেননি
৩৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী করুণ ভিজ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ তার কারণ জানেন? তিনি নিজের বাড়ির ঘরগুলি ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন৷ জানা গিয়েছে, করুণ সব সময় নিজের ভূসম্পত্তি করতে চাইতেন৷ কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি খেয়াল করেন সেখানে বাড়ির প্রতিটি ঘর আলাদা আলাদা করে ভাড়া দেওয়া হয়৷ গোটা বাড়ি সাধারণত একজন ছাত্রকে ভাড়া দেওয়া হয় না৷ তখন থেকেই এই আইডিয়া তাঁর বেশ পছন্দ হয়৷
২০১৬ সালে কানাডার অন্টারিওতে প্রথম নিজের বাড়ি কেনেন ২৬ বছর বয়সি করুণ৷ ৭ জন কলেজছাত্রকে ভাড়া দেন বাড়ির বিভিন্ন ঘর৷ এই ভাবে ঘর ভাড়া নেওয়া পড়ুয়াদের পক্ষেও সুবিধেজনক হয়৷ খরচ বেশিও পড়ে না৷ আবার নেহাত সস্তার মন্দ বন্দোবস্তও নয়৷
তবে করুণ কিন্তু সম্পূর্ণ বাড়িওয়ালার পেশায় পা রাখেননি৷ স্নাতক হওয়ার পর চাকরি শুরু করেন অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে৷ বর্তমানে তিনি আমেরিকার এক সংস্থায় সেলস ম্যানেজার৷ বেতন এবং ঘরভাড়ার টাকা জমিয়ে তিনি দক্ষিণ অন্টারিওতে আরও ভূসম্পত্তি কিনতে শুরু করেন৷ বর্তমানে কানাডায় মোট চারটি বাড়ি আছে করুণের৷ ৪ টি বাড়ির ২৮ টি ঘর তিনি বিভিন্ন জনকে ভাড়া দিয়েছেন৷ এখন প্রতি মাসে তাঁর উপার্জন ভারতীয় মুদ্রায় ৯ লক্ষেরও বেশি৷
advertisement
advertisement
আরও পড়ুন : কা‍ঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার
শুধুই অর্থোপার্জন নয়৷ বাড়িওয়ালা হওয়ার অসুবিধেও প্রচুর বলে মত করুণের৷ সব সময় ভাড়াটের কাছ থেকে অভাব অভিযোগ জানিয়ে ফোন আসতে থাকে৷ রাত ৩ টের সময়ও ফোনে ভাড়াটের আর্জি শুনতে হয়েছে তাঁকে৷ কিন্তু এত সব কিছুর পরও বাড়ি বিক্রি করবেন না করুণ৷ আপাতত থাকতে চান বাড়িওয়ালা হয়েই৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Landlord Engineer: বাড়িওয়ালা ইঞ্জিনিয়ার! নিজের বাড়ির ঘরগুলি বিভিন্ন জনকে ভাড়া দিয়ে প্রতি মাসে ৯ লক্ষ টাকার বেশি উপার্জন এই যুবকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement