Pearl Cultivation at Home: বাড়িতে জলের ট্যাঙ্কে মুক্তো চাষ করে কোটিপতি কৃষক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pearl Cultivation at Home: তাঁর এই মুক্তো সেচনে লক্ষ্মীলাভের ধারা চলছে।
কর্নাটক : মুকুতা নাকি শুক্তির বুকে বেড়ে ওঠে যত্তআত্তির মধ্যে। কিন্তু সেই শুক্তি যে সব সময় নদীর কোলেই থাকবে, তার কোনও নিশ্চয়তা নেই। অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে এখন বাড়িতেই সম্ভব মুক্তোচাষ। সেটাই করে বাজিমাত করেছেন কর্নাটকের কৃষক নবীন চন্দ্র।
দক্ষিণ কন্নড় জেলার সুল্যা তালুকের আইভারনাড়ু গ্রামের এই বাসিন্দা গত দু’ বছর ধরে বাড়িতে মুক্তোচাষ করে আসছেন। তাঁর এই মুক্তো সেচনে লক্ষ্মীলাভের ধারা চলছে।

advertisement
সরকারি একটি অনুষ্ঠানে তিনি আকৃষ্ট হন কৃত্রিম মুক্তোচাষের দিকে। বেঙ্গালুরুতে সরকারি উদ্যোগে তিনি প্রশিক্ষণও নেন। নবীন জানান একটি শুক্তি বা খোলসের জন্য ১০ লিটার জলের প্রয়োজন। দু’ হাজার লিটার জলধারণের ক্ষমতাসম্পন্ন দু’টি বড় ট্যাঙ্কে তিনি মুক্তোর চাষ করেন।
advertisement
প্রক্রিয়াকরণের পর শুক্তিতে মুক্তো জন্মাতে সময় লাগে প্রায় ১ বছর। নানা রকমের মুক্তো চাষ করা হয় নবীনের উদ্যোগে। স্থানীয় খুচরো বাজারে প্রতিটা মুক্তোর দাম পড়ে ২০০ টাকা। একই মুক্তো অনলাইনে বিক্রি হলেই দাম পৌঁছয় ১ হাজার থেকে ১৫০০ টাকায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pearl Cultivation at Home: বাড়িতে জলের ট্যাঙ্কে মুক্তো চাষ করে কোটিপতি কৃষক