#কলকাতা: গত ১৬ আগস্ট অনলাইনে প্রথমবার ফ্ল্যাশ সেল বুকিং হয়েছিল জিও ফোন ২-র। সেল শুরুর কিছুক্ষণের মধ্যেই সব স্টক শেষ হয়ে যায় এই ‘স্মার্ট-ফিচার’ ফোনের। জিও ফোনের চাহিদা এতটাই বেশি যে অনেক চেষ্টা করেও সেবার বুকিং করতে ব্যর্থ হয়েছিলেন অনেক মানুষই ৷ এবার তাঁদের জন্য দ্বিতীয়বার ফ্ল্যাশ সেল নিয়ে হাজির রিলায়েন্স জিও ৷ আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফের এই ফোন অনলাইনে বুকিংয়ের সুযোগ পাবেন আপনি ৷
এর জন্য প্রথমে আপনাকে Jio.Com-এ লগ ইন করতে হবে। অথবা MyJio অ্যাপে গিয়েও আপনি ফোনটি বুক করতে পারেন। দাম তো এখন কারোরই অজানা নয় ৷ মাত্র ২,৯৯৯ টাকা।
বহুদিন পর আবার QWERTY কিপ্যাড-এর ফোন বাজারে নিয়ে এসেছে জিও। অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি এই মোবাইলে আপনি পাবেন ৫১২ এমবি র্যাম, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল। ক্যামেরা ২ মেগাপিক্সেল। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপও এই ফোনে ব্যবহার করতে পারবেন ৷ যার জন্যই এই ফোনকে স্মার্ট-ফিচার ফোন বলা হচ্ছে ৷
কীভাবে বুকিং করবেন ?
১. Jio.com ওয়েবসাইটে লগ ইন করুন
২. সিলেক্ট করুন JioPhone2৩. পিনকোড টাইপ করুন৪. চেক আউট করুন৫. নিজের ব্যক্তিগত ডিটেলস, যেমন নাম, ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিন৬. কীভাবে পেমেন্ট করবেন দেখে নিন অপশনগুলি৭. ২৯৯৯ টাকা দিন৮. ফোনের বুকিং অর্ডারের একটি নোটিফিকেশন (ই-মেল/এসএমএস)নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Flash Sale, Jio Phone 2