আজ দুপুর ১২টা থেকে শুরু JioPhone2-র দ্বিতীয় ফ্ল্যাশ সেল, কীভাবে বুকিং করবেন ? দেখে নিন

Last Updated:
#কলকাতা: গত ১৬ আগস্ট অনলাইনে প্রথমবার ফ্ল্যাশ সেল বুকিং হয়েছিল জিও ফোন ২-র। সেল শুরুর কিছুক্ষণের মধ্যেই সব স্টক শেষ হয়ে যায় এই ‘স্মার্ট-ফিচার’ ফোনের। জিও ফোনের চাহিদা এতটাই বেশি যে অনেক চেষ্টা করেও সেবার বুকিং করতে ব্যর্থ হয়েছিলেন অনেক মানুষই ৷ এবার তাঁদের জন্য দ্বিতীয়বার ফ্ল্যাশ সেল নিয়ে হাজির রিলায়েন্স জিও ৷ আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফের এই ফোন অনলাইনে বুকিংয়ের সুযোগ পাবেন আপনি ৷
এর জন্য প্রথমে আপনাকে Jio.Com-এ লগ ইন করতে হবে। অথবা MyJio অ্যাপে গিয়েও আপনি ফোনটি বুক করতে পারেন। দাম তো এখন কারোরই অজানা নয় ৷  মাত্র ২,৯৯৯ টাকা।
বহুদিন পর আবার QWERTY কিপ্যাড-এর ফোন বাজারে নিয়ে এসেছে জিও। অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি এই মোবাইলে আপনি পাবেন ৫১২ এমবি র‍্যাম, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল। ক্যামেরা ২ মেগাপিক্সেল। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপও এই ফোনে ব্যবহার করতে পারবেন ৷ যার জন্যই এই ফোনকে স্মার্ট-ফিচার ফোন বলা হচ্ছে ৷
advertisement
advertisement
কীভাবে বুকিং করবেন ?
১. Jio.com ওয়েবসাইটে লগ ইন করুন
২. সিলেক্ট করুন JioPhone2
৩. পিনকোড টাইপ করুন
৪. চেক আউট করুন
৫. নিজের ব্যক্তিগত ডিটেলস, যেমন নাম, ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিন
৬. কীভাবে পেমেন্ট করবেন দেখে নিন অপশনগুলি
৭. ২৯৯৯ টাকা দিন
৮. ফোনের বুকিং অর্ডারের একটি নোটিফিকেশন (ই-মেল/এসএমএস)
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ দুপুর ১২টা থেকে শুরু JioPhone2-র দ্বিতীয় ফ্ল্যাশ সেল, কীভাবে বুকিং করবেন ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement