ফের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির জিও
Last Updated:
#মুম্বই: আইপিএলের ধামাকা অফারের পর ফের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিযে এল জিও। ভারতের অন্যতম জনপ্রিয় এই টেলিকম সংস্থা এবার গ্রাহকদের জন্য এনেছে নয়া এক্সচেঞ্জ অফার।
এই অফার অনুযায়ী পুরনো জিও ডঙ্গেল বদল করে নতুন জিওফাই ডিভাইস নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকেরা। মাত্র 999 টাকার বদলে মিলবে জিওফাই ডিভাইস। শুধু তাই নয়, এই এক্সচেঞ্জ অফারে নতুন জিওফাই ডিভাইস নিলে গ্রাহকেরা পাবেন 2,200 টাকা ক্যাশব্যাক । এই জিওফাই ডিভাইসের মাধ্যমে একসঙ্গে দশটি ডিভাইসে ইন্টারনেট সংযোগ মিলবে।
আরও পড়ুন
advertisement
advertisement
তবে অনলাইনে নয়, এই অফারটি অফলাইনেই পাওয়া যাবে। জিও স্টোর, রিলায়েন্স স্টোর এবং বিভিন্ন মোবাইলের দোকানে পাওয়া যাবে এই নয়া জিওফাই ডিভাইস। জিওফাইটি কেনার পর সক্রিয় করার জন্য 99 টাকা দিয়ে জিও-র প্রাইম মেম্বারশিপ নিতে হবে। পরে ডিভাইসের সিমটি সক্রিয় হলে তাতে 198 টাকা বা 299 টাকার অফার রিচার্জ করার পরেই মাই জিও অ্যাকাউন্টে 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন জিও গ্রাহক। তবে এই অফারটি সীমিত সমযের জন্যই উপলব্ধ। অফার শেষের দিন এখনও ঘোষণা করেনি জিও ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2018 7:22 PM IST