#মুম্বই: TRAI-এর পরামর্শ মেনে জিও ‘সামার সারপ্রাইজ’ অফার প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে জিও ৷ সরকারিভাবে ঘোষণার পরেও ভোডাফোন-এয়ারটেল-এর মতো অনেক প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাই ট্রাই-এর কাছে জিওর নামে নালিশ করেছিল, যে অফার বন্ধের পরেও জিও নাকি গ্রাহকদের কাছে আরও তিন মাস বিনামূল্যে পরিষেবা দেওয়ার এসএমএস পাঠাচ্ছিল ৷ কিন্তু সবার মুখ বন্ধ করে এবার আরও একটা নতুন দুর্দান্ত অফার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ নাম ‘জিও ধন ধনা ধন অফার’ ৷ এঅ অফারে মাত্র ৩০৯ ও ৫০৯ টাকার রিচার্জ করলেই ফের দারুণ সব সুবিধা পেতে চলেছেন জিও-র গ্রাহকরা ৷
কী এই ধন ধনা ধন অফার ? সামার সারপ্রাইজ অফারের মতো এখানেও প্রথমে গ্রাহকদের নিজেদের সিম জিও প্রাইমে আপগ্রেড করতে হবে ৷ এরপর ৩০৯ ও ৫০৯ টাকায় রিচার্জ করতে হবে ৷ যাঁরা ইতিমধ্যেই জিও প্রাইমে সিম আপগ্রেড করেছেন, তাঁরা এই অফার তো পাবেনই ৷ পাশাপাশি যাঁরা এখনও প্রাইম মেম্বরশিপ নেননি, তাঁদের ধন ধনা ধন অফারের সুবিধা পেতে ৪০৮ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে ৷ এর মধ্যে জিও প্রাইম সাবস্ক্রিপশন বাবদ ৯৯ টাকা + ৩০৯ টাকার রিচার্জ ৷ এছাড়া রয়েছে ৬০৮ টাকার রিচার্জও ৷ সেখানে প্রাইম মেম্বরশিপ বাবদ ৯৯ টাকার পাশাপাশি ৫০৯ টাকার রিচার্জ করতে হবে গ্রাহকদের ৷
৩০৯ টাকার সার্ভিস প্যাকে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা অর্থাৎ মাসে ৩০জিবি ডেটা ৷ অন্যদিকে ৫০৯ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা, অর্থাৎ মাসে মোট ৬০ জিবি ডেটা ৷ এত কম টাকায় জিওর ধন ধনা ধন অফার সত্যি দারুণ খবর জিওর গ্রাহকদের জন্য ৷ কারণ যাঁরা ইতিমধ্যেই সামার সারপ্রাইজ অফার নিয়ে নিয়েছেন তাঁরা যেমন আগামী আরও তিন মাস জিওর সমস্ত ফ্রি অফার পাবেন ৷ পাশাপাশি যাঁরা নিজেদের সিম প্রাইমে আপ্রগেড সময়ের মধ্যে করে উঠতে পারেননি , তাঁদেরও এই ধন ধনা ধন অফারের জন্য আগামী জুন মাস পর্যন্ত জিও-র বিনামূল্যে ডেটা, কল এবং এসএমএস পরিষেবার সুবিধা নিতে আর কোনও সমস্যা থাকল না ৷
(Disclosure: News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhan Dhana Dhan Offer, Jio, Jio Dhan Dhana Dhan Offer, Jio Offer, Reliance Jio, TRAI, জিওর ধন ধনা ধন অফার