Jandhan Account: স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কী করতে হবে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বেসিক সেভিংস অ্যাকাউন্টকে আপনি সহজেই জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন ৷
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ৷ স্টেট ব্যাঙ্কে নয়া অ্যাকাউন্ট খুললে আপনিও পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকার সুবিধা ৷ গ্রাহকদের ২ লক্ষ টাকার (Free insurance) বিনামূল্যে ইনস্যুরেন্স দিচ্ছে SBI ৷ ব্যাঙ্ক এই সুবিধা জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদের (Jan Dhan Accounts) দিচ্ছে ৷ যে গ্রাহকদের কাছে রুপে ডেবিট কার্ড রয়েছে তাদের বিনামূল্যে বিমা কভার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ রুপে কার্ড ব্যবহারকারীদের মৃত্যু বিমা, সুরক্ষা কভার ও অন্যান্য লাভ দেওয়া হবে ৷ জনধন অ্যাকাউ্ট হোল্ডাররা এই ফ্রি ইনস্যুরেন্সের সুবিধা নিতে পারবেন ৷
এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসি দেশের বাইরে হওয়া দুর্ঘটনাও কভার করে থাকে ৷ দরকারি কাগজ পত্র জমা দেওয়ার পর ভারতীয় টাকায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷
বেসিক সেভিংস অ্যাকাউন্টকে আপনি সহজেই জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন ৷ Jan Dhan অ্যাকাউ্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয় ৷ ২৮ অগাস্ট ২০১৮ পর্যন্ত জনধন অ্যাকাউন্টে জারি RuPay PMJDY ১ লক্ষ টাকার বিমা দেওয়া হয় ৷ ২৮ অগাস্ট ২০১৮-র পর জারি রুপে কার্ডে ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট মিলবে ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী জনধন যোজনা ২০১৪ সালে শুরু করেছিল মোদি সরকার ৷ দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই যোজনা চালু করা হয়েছিল ৷ বর্তমানে কেওয়াইসি জমা দিয়ে সহজেই অনলাইনে জনধন অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2021 8:51 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jandhan Account: স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কী করতে হবে....