Jandhan Account: স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কী করতে হবে....

Last Updated:

বেসিক সেভিংস অ্যাকাউন্টকে আপনি সহজেই জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ৷ স্টেট ব্যাঙ্কে নয়া অ্যাকাউন্ট খুললে আপনিও পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকার সুবিধা ৷ গ্রাহকদের ২ লক্ষ টাকার (Free insurance) বিনামূল্যে ইনস্যুরেন্স দিচ্ছে SBI ৷ ব্যাঙ্ক এই সুবিধা জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদের (Jan Dhan Accounts) দিচ্ছে ৷ যে গ্রাহকদের কাছে রুপে ডেবিট কার্ড রয়েছে তাদের বিনামূল্যে বিমা কভার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ রুপে কার্ড ব্যবহারকারীদের মৃত্যু বিমা, সুরক্ষা কভার ও অন্যান্য লাভ দেওয়া হবে ৷ জনধন অ্যাকাউ্ট হোল্ডাররা এই ফ্রি ইনস্যুরেন্সের সুবিধা নিতে পারবেন ৷
এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসি দেশের বাইরে হওয়া দুর্ঘটনাও কভার করে থাকে ৷ দরকারি কাগজ পত্র জমা দেওয়ার পর ভারতীয় টাকায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷
বেসিক সেভিংস অ্যাকাউন্টকে আপনি সহজেই জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন ৷ Jan Dhan অ্যাকাউ্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয় ৷ ২৮ অগাস্ট ২০১৮ পর্যন্ত জনধন অ্যাকাউন্টে জারি RuPay PMJDY ১ লক্ষ টাকার বিমা দেওয়া হয় ৷ ২৮ অগাস্ট ২০১৮-র পর জারি রুপে কার্ডে ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট মিলবে ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী জনধন যোজনা ২০১৪ সালে শুরু করেছিল মোদি সরকার ৷ দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই যোজনা চালু করা হয়েছিল ৷ বর্তমানে কেওয়াইসি জমা দিয়ে সহজেই অনলাইনে জনধন অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jandhan Account: স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কী করতে হবে....
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement