LPG Gas ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর! মিলবে এই বিশেষ সুবিধাগুলি

Last Updated:

Indian oil এর তরফে এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, এবছর সংস্থার তরফে ৪টি নতুন পরিষেবা চালু করা হয়েছে ৷

গ্রাহকদের সুবিধার্থে ৪টি নতুন পরিষেবা নিয়ে হাজির ইন্ডিয়ান অয়েল (IOCL) ৷ এর জেরে রান্নাঘরের একাধিক কাজ আরও সহজেই করা সম্ভব বলে জানা গিয়েছে ৷ আপনিও ইন্ডেনের গ্রাহক হলে এর সুবিধা নিতে পারবেন ৷ Indian oil এর তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
IOCL এর ট্যুইট-  Indian oil এর তরফে এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, এবছর সংস্থার তরফে ৪টি নতুন পরিষেবা চালু করা হয়েছে ৷   --ইন্ডিয়ান এক্সট্রা ফার্স্ট -- মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা --৫ কিলোগ্রামের ছোট সিলিন্ডার --কম্বো সিলিন্ডার ১৪.৪ কিলো ও ৫ কিলোগ্রামের IOCL এর ট্যুইট-
Indian oil এর তরফে এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, এবছর সংস্থার তরফে ৪টি নতুন পরিষেবা চালু করা হয়েছে ৷
advertisement
--ইন্ডিয়ান এক্সট্রা ফার্স্ট
advertisement
-- মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা
--৫ কিলোগ্রামের ছোট সিলিন্ডার
--কম্বো সিলিন্ডার ১৪.৪ কিলো ও ৫ কিলোগ্রামের
এবার থেকে গ্রাহকরা ইন্ডেনের এক্সট্রা ফার্স্ট সিলিন্ডার পাবেন ৷ এই গ্যাসটি উন্নতমানে হবে যেখানে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ৷ সময় কম লাগার পাশাপাশি খাওয়ার কোয়ালিটি আরও ভাল হবে ৷ এবার থেকে গ্রাহকরা ইন্ডেনের এক্সট্রা ফার্স্ট সিলিন্ডার পাবেন ৷ এই গ্যাসটি উন্নতমানের হবে যেখানে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ৷ সময় কম লাগার পাশাপাশি খাওয়ার কোয়ালিটি আরও ভাল হবে ৷
advertisement
করোনা সঙ্কটে মিসড কলের মাধ্যমে গ্রাহকদের গ্যাস বুকিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে ৷ দেশের যে কোনও জায়গা থেকে 8454955555 নম্বরে মিসড কল দিলেই বুকিং হয়ে যাবে গ্যাস ৷ মিসড কলের মাধ্যমে বুকিং হওয়ায়, এর জন্য টেলিকম সংস্থার তরফে কোনও টাকা হবে না ৷ করোনা সঙ্কটে মিসড কলের মাধ্যমে গ্রাহকদের গ্যাস বুকিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে ৷ দেশের যে কোনও জায়গা থেকে 8454955555 নম্বরে মিসড কল দিলেই বুকিং হয়ে যাবে গ্যাস ৷ মিসড কলের মাধ্যমে বুকিং হওয়ায়, এর জন্য টেলিকম সংস্থার তরফে কোনও টাকা হবে না ৷
advertisement
কম্বো সিলিন্ডার- গ্রাহকদের জন্য কম্বো সিলিন্ডারের সুবিধা নিয়ে আসা হয়েছে ৷ ১৪.৪ কিলোগ্রামের সিলিন্ডারের সঙ্গে পেয়ে যেতে পারেন ৫ কিলোর ছোট সিলিন্ডার ৷ কম্বো সিলিন্ডার- গ্রাহকদের জন্য কম্বো সিলিন্ডারের সুবিধা নিয়ে আসা হয়েছে ৷ ১৪.৪ কিলোগ্রামের সিলিন্ডারের সঙ্গে পেয়ে যেতে পারেন ৫ কিলোর ছোট সিলিন্ডার ৷
advertisement
৫ কিলোগ্রামের ছোট সিলিন্ডার- যাঁদের বাড়িতে বেশি গ্যাস ব্যবহার করার দরকার নেই বেশি তাঁরা ৫ কিলোগ্রাম সিলিন্ডারের মাধ্যমে কাজ চালিয়ে নিতে পারবেন ৷ ৫ কিলোর সিলিন্ডার ইন্ডেনের এজেন্সি বা সংস্থার পেট্রোল পাম্প থেকে নেওয়া যেতে পারে ৷ ৫ কিলোগ্রামের ছোট সিলিন্ডার- যাঁদের বাড়িতে বেশি গ্যাস ব্যবহার করার দরকার নেই বেশি তাঁরা ৫ কিলোগ্রাম সিলিন্ডারের মাধ্যমে কাজ চালিয়ে নিতে পারবেন ৷ ৫ কিলোর সিলিন্ডার ইন্ডেনের এজেন্সি বা সংস্থার পেট্রোল পাম্প থেকে নেওয়া যেতে পারে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর! মিলবে এই বিশেষ সুবিধাগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement