১ মিনিটে ৭০ হাজার কোটি টাকা লাভ করল বিনিয়োগকারীরা

Last Updated:

এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা-সহ ১২টি সরকারি ব্যাঙ্কের শেয়ারের দাম ১৫ থেকে ৩৮ শতাংশ বেড়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: প্রথমে নোটবাতিল, পরে জিএসটি। কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তে খানিকটা হলেও ছন্দপতন ঘটেছে উন্নয়নের গতিতে। দেশের অর্থনীতি বেলাইন হয়ে পড়েছে। ধুঁকতে থাকা ব্যাঙ্কিং শিল্পের জন্য নতুন ঘোষণা করেছে মোদি সরকার । ব্যাঙ্কগুলোকে নতুন করে ২ লক্ষ এগার হাজার কোটি টাকার মূলধন যোগান দেবে কেন্দ্র। এই ঘোষণার পর থেকে দেশের ব্যবসায়ীদের বড় লাভ হয়েছে ৷ বুধবার শেয়ার বাজার খুলতেই ব্যাঙ্কিং শেয়ারের মূল্য বাড়তে থাকে ৷ এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা-সহ ১২টি সরকারি ব্যাঙ্কের শেয়ারের দাম ১৫ থেকে ৩৮ শতাংশ বেড়ে গিয়েছে ৷
এদিন শেয়ার বাজার খুলতেই দেশের পাঁচটি বড় ব্যাঙ্ক (এসবিআই,পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম ২০ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর জেরে এই ব্যাঙ্কগুলির মার্কেট ক্যাপ ৩,১৭,৬৪০ থেকে বেড়ে ৩,৮৬,৫২০ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ অথার্ৎ বিনিয়োগকারীদের ৬৮৮৮০ কোটি টাকা লাভ হয়েছে ৷
নয়া রেকর্ড গড়ে এই প্রথম ৩৩ হাজারের গন্ডি পেরল সেনসেক্স। বুধবার সকালে সেনসেক্সের পাশাপাশি নজির গড়ল নিফ্‌টিও। অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে চলতি এবং আগামী অর্থবর্ষ মিলিয়ে মোট ২.১১ লক্ষ কোটি টাকা শেয়ার মূলধন জোগানোর কথা ঘোষণা করে কেন্দ্র। মঙ্গলবার ওই ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছিলেন, ২.১১ লক্ষ কোটির মধ্যে ১.৩৫ লক্ষ কোটি টাকা আসবে বাজারে বন্ড বেচে। বাকি ৭৬ হাজার কোটি আসবে বাজেট বরাদ্দ থেকে।
advertisement
advertisement
অর্থমন্ত্রীর ঘোষণার পর এ দিন সকাল থেকেই তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারে ব্যাপক মাত্রায় বৃদ্ধি হয়। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-র শেয়ারে ২০ শতাংশ এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর শেয়ারে ৩৩ শতাংশ বৃদ্ধি দেখা যায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ মিনিটে ৭০ হাজার কোটি টাকা লাভ করল বিনিয়োগকারীরা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement