স্মল ক্যাপে বিনিয়োগ করতে চাইলে মিউচুয়াল ফান্ড-ই সেরা, কতদিন সুযোগ দেখে নিন
Last Updated:
২১ নভেম্বর থেকে চালু হয়েছে স্কিম। ৫ ডিসেম্বর পর্যন্ত এতে বিনিয়োগ করা যাবে।
স্টক মার্কেটে স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগের ইচ্ছে? তাহলে সরাসরি বাজারে না গিয়ে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগই হবে সবচেয়ে ভাল। এই ধরনের বিনিয়োগকারীদের জন্য নতুন মিউচুয়াল ফান্ড চালু করেছে মাহিন্দ্রা। ২১ নভেম্বর থেকে চালু হয়েছে স্কিম। ৫ ডিসেম্বর পর্যন্ত এতে বিনিয়োগ করা যাবে।
মাহিন্দ্রা ম্যানুলাইফ মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে চাওয়া বিনিয়োগকারীদের জন্য একটি স্মল ক্যাপ ফান্ড চালু করেছে। এটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। যার উদ্দেশ্য প্রধানত স্মল ক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করা। সম্পদ বরাদ্দের ন্যূনতম ৬৫ শতাংশ যাবে স্মল ক্যাপ কোম্পানিগুলিতে। বর্তমানে ব্রিটেনকে টপকে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তাই ভবিষ্যতে কোম্পানিগুলোর বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এই আবহে স্মল ক্যাপ কোম্পানিগুলো দ্রুত মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হচ্ছে। তাই এই স্কিমকে সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
advertisement
স্মল ক্যাপ ফান্ড কেন ভাল: স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো দীর্ঘ মেয়াদে মোট রিটার্ন দেওয়ার জন্য পরিচিত। কারণ এরাই সম্ভাব্য বাজারের নেতৃস্থানীয় কোম্পানিগুলোকে এক্সপোজার দেয়। মাহিন্দ্রা ম্যানুলাইফ মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিইও অ্যান্থনি হেরেডিয়া বলেছেন, ভারতীয় অর্থনীতি আগামী দশকে বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতিতে পরিণত হবে। সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধির হার আরও বাড়বে। এটা ছোট কোম্পানিগুলির কাছে বিশাল সুযোগ। এই বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের বড় করে তুলতে পারে ছোট কোম্পানিগুলো।
advertisement
advertisement
দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের কাছে স্মল ক্যাপ ফান্ড আদর্শ বিকল্প। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের স্মল ক্যাপকে তাদের পোর্টফোলিওর মূল অংশ করা উচিত। মাহিন্দ্রা বলছে, ‘অতীতের ট্র্যাক রেকর্ডের পরিপ্রেক্ষিতে এই পণ্য লঞ্চ করার এটাই সঠিক সময়। বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদে মোটা রিটার্ন পেতে সাহায্য করবে।
স্মল ক্যাপ টাকা বাড়ায়: তহবিলে বিনিয়োগের উদ্দেশ্য হল ছোট ক্যাপ কোম্পানিগুলির ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত সিকিউরিটিগুলির একটি বৈচিত্রপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদি মূলধন লাভ করা। ভারতীয় স্মল ক্যাপগুলি কোম্পানিগুলি দেশের অর্থনীতির সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বাড়িয়ে তোলার সুযোগ রয়েছে। স্মল ক্যাপ ফান্ডের রিটার্নের দিকে তাকালে দেখা যাবে কিছু ফান্ড এক বছরে ৩০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। পাঁচ বছরে এই ফান্ডের গড় রিটার্ন ১০ শতাংশের বেশি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2022 5:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্মল ক্যাপে বিনিয়োগ করতে চাইলে মিউচুয়াল ফান্ড-ই সেরা, কতদিন সুযোগ দেখে নিন