#নয়াদিল্লি: কম রিস্কে ভাল রিটার্ন চাইলে ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভাল অপশন হচ্ছে পোস্ট অফিসের স্কিম ৷ পোস্ট অফিসের এরকম একাধিক সেভিংস স্কিম রয়েছে যেখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিসের এরকম একটি স্কিম হচ্ছে কিষাণ বিকাশ পত্র (KVP) ৷
কিষাণ বিকাশ পত্র -ভারত সরকারের একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম ৷ এখানে নির্দিষ্ট সময়ের পর আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷ কেভিপি সমস্ত বড় ডাকঘর এবং ব্যাঙ্কে পাওয়া যায় ৷ এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাস ৷ এখানে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম ইনভেস্টমেন্টের কোনও লিমিট নেই ৷ কেভিপি-র জন্য আর্থিক বছর ২০২১ এর প্রথম ত্রৈমাসিকে সুদের হার ৬.৯ শতাংশ ঠিক করা হয়েছে ৷ ১২৪ মাসে আপনার ইনভেস্ট করা টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷ আপনি এখানে ১ লক্ষ টাকা রাখলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা ৷
এছাড়াও পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেখানে ভাল রিটার্ন পাওয়া যায় ৷
পোস্ট অফিস টাইম ডিপোজিট - এফডি থেকে বেশি সুদ চাইলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য খুলতে পারবেন ৷ এব বছরের টাইম ডিপোজিটে ৫.৫ শতাংশ সুদ পয়ে যাবেন ৷ ৫ বছরের জন্য ইনভেস্ট করলে মিলবে ৬.৭ শতাংশ সুদ ৷ ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিলে সেভিংস অ্যাকাউন্টে যে হারে সুদ দেওয়া সেটা দেওয়া হবে ৷ ৫ বছরের টাইম ডিপোজিটে সেকশন ৮০সি অনুযায়ী, ট্যাক্স ছাড় মিলবে ৷
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- পোস্ট অফিসের এই স্কিমেও পাওয়া যাবে ভাল রিটার্ন ৷ ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন ৮০সি অনুযায়ী পাওয়া যাবে কর ছাড় ৷ অধিকতম ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যাবে ৷ এনএসসি বছরে ৬.৮ শতাংশ সুদ দিয়ে থাকে ৷
প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ফিক্সড ডিপোজিটে অধিকতম ৫.৪০ শতাংশ সুদ দিচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।