এই সরকারি স্কিমে এক বছরে মিলছে ১২ শতাংশ রিটার্ন, আপনিও হবেন লাভবান
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
২০০৪ সাল কেবল সরকারি কর্মচারীদের জন্য এই স্কিম নিয়ে আসা হয়েছিল ৷ পরে ২০০৯ সালে অবশ্য সমস্ত নাগরিকদের জন্য এই স্কিম খুলে দেওয়া হয়েছিল ৷
#নয়াদিল্লি: ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এর ডেট স্কিম গত বছর ডবল ডিজিট রিটার্ন দিয়েছে ৷ অন্যদিকে, অন্যান্য স্কিমে সেরকম রিটার্ন পাওয়া যায়নি ৷ গত এক বছরে NPS এর স্কিম G প্রায় ১২ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ NPS এর স্কিম G Government Bonds and Securities-এ ইনভেস্ট করে থাকে ৷ ইনভেস্ট করার জন্য স্কিমটিকে অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ বলে মনে করা হয় ৷
২০০৪ সাল কেবল সরকারি কর্মচারীদের জন্য এই স্কিম নিয়ে আসা হয়েছিল ৷ পরে ২০০৯ সালে অবশ্য সমস্ত নাগরিকদের জন্য এই স্কিম খুলে দেওয়া হয়েছিল ৷ ট্যাক্স ছাড়ের সুবিধার পাশাপাশি রিটায়েরমেন্ট প্ল্যানিংয়ের জন্য এটা সবচেয়ে ভাল বিকল্প হিসেবে মনে করা হচ্ছে ৷
কীভাবে এই স্কিম এত ভাল রিটার্ন দেয় তার জন্য প্রথমে বন্ড ইল্ড বা বন্ড প্রাইস এই দুটো বিষয়ে বুঝতে হবে ৷ ইল্ড যত নিচের দিকে যায় ডেট স্কিমের প্রাইস বাড়তে থাকে ৷
advertisement
advertisement
বেঞ্চমার্ক ১০ বছরের জি সিকিউরিটি ইল্ড ৬.৭ শতাংশ থেকে কমে ৫.৯৪ শতাংশে চলে এসেছে ৷ ১৩.৪৩ শতাংশ রিটার্নের সঙ্গে এইচডিএফসি পেনশন ম্যানেজমেন্ট ফান্ড গত এক বছরে বেস্ট পারফর্মার ছিল ৷ দ্বিতীয় নম্বরে এলআইসি পেনশন ফান্ড রয়েছে যেখানে ১২.৪৯ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে ৷ ১২.২৫ শতাংশ রিটার্নের মিলেছে ICICI Pru Pension Fund Management এ ৷
advertisement
NPS এক ধরনের মার্কেট লিঙ্কড প্রোডাক্ট ৷ এনপিএস স্কিমে রিটার্নে ওঠা-নামা লেগেই থাকে ৷ আগামী দিনে রিটার্ন কম বা বর্তমান স্তর থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই লম্বা সময়ের জন্য ইনভেস্ট করার পরামর্শ দেওয়া হয় ৷ এখানে ইনভেস্ট করার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ রিটায়েরমেন্টের জন্য সেভিংস করা ৷ এনপিএস-এ ইনভেস্ট করার একাধিক বিকল্প রয়েছে ৷ ইক্যুইটি, কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটিজে ইনভেস্ট করার অপশন রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2020 1:45 PM IST