দীপাবলি, ছট নিয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার বিশেষ ট্রেন ছুটবে, মিলবে কনফার্ম টিকিট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: দীপাবলি এবং ছট উৎসবে বড় উপহার রেলের। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী অক্টোবর-নভেম্বর মাসে উৎসবের সময় ১২ হাজার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নয়াদিল্লি: দীপাবলি এবং ছট উৎসবে বড় উপহার রেলের। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী অক্টোবর-নভেম্বর মাসে উৎসবের সময় ১২ হাজার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কনফার্ম টিকিট দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের এনডিএ নেতারা ছট এবং দীপাবলির সময় রেলের যাত্রীদের পরিস্থিতি নিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন।
বিহারের এনডিএ নেতাদের সঙ্গে এদিনের বৈঠকের পরেই কেন্দ্রীয় মন্ত্রী এই ঘোষণা করেন। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন – দীপাবলি এবং ছট উৎসবের জন্য ১২,০০০ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
রেলমন্ত্রী আরও বলেন- অত্যন্ত জনপ্রিয় বড় উৎসবের সময় যাত্রীদের যাতে কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ভ্রমণ করবেন এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন তাঁদের নিশ্চিত টিকিট দেওয়া হবে। এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিরতি যাত্রায় যাত্রীদের দেওয়া হবে ২০% ছাড়।
advertisement
NDA सरकार बिहार के विकास के लिए प्रतिबद्ध है
✅ दिवाली और छठ पूजा के लिए 12,000 स्पेशल ट्रेन सेवाएं
✅ 4 नई अमृत भारत एक्सप्रेस ट्रेन
✅ 1 नई वंदे भारत (पूर्णिया से पटना)
✅ 1 बुद्ध सर्किट ट्रेन (वैशाली से कोडरमा) pic.twitter.com/Bnffbt93v8— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 20, 2025
advertisement
৪টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত:
রেলমন্ত্রী জানান – এই উৎসবের মরশুমে এর পাশাপাশি, গয়া থেকে দিল্লি, সহরসা থেকে অমৃতসর, ছাপরা থেকে দিল্লি এবং মুজাফফরপুর থেকে হায়দ্রাবাদ পর্যন্ত ৪টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ণিয়া থেকে পটনা পর্যন্ত আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে।
advertisement
রেলমন্ত্রী বলেন, ভগবান বুদ্ধের মাহাত্ম্যময় বিশেষ স্থানগুলিকে ঘিরে একটি নতুন সার্কিট ট্রেন চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতে মধ্যবিত্তদের চাহিদার কথা মাথায় রাখা হয়েছে। এর রুট বৈশালী, হাজিপুর, সোনপুর, পটনা, রাজগীর, গয়াজি, কোডারমা ইত্যাদি স্থানগুলিকে ঘিরে থাকবে।
advertisement
এর পাশাপাশি, বক্সার থেকে লক্ষীসরাই পর্যন্ত চার লাইনের রেলপথ তৈরি করা হবে। সেইসঙ্গে পটনার চারপাশে রিং রেলপথের ব্যবস্থা করা হবে। পাটনা থেকে অযোধ্যা পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 6:50 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলি, ছট নিয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার বিশেষ ট্রেন ছুটবে, মিলবে কনফার্ম টিকিট