Indian Railway: উৎসবে লক্ষ্মী লাভ ভারতীয় রেলের, কোভিড পরবর্তী পণ্য পরিবহণে রেকর্ড গড়ছে ভারতীয় রেল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debolina Adhikari
Last Updated:
দুর্গম এলাকাতেও সহজে পৌঁছে যাচ্ছে পণ্য৷ ২০২৪-এর সেপ্টেম্বর মাসে সামগ্রী লোডিং পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নয়া দিল্লি: কলকাতা২০২৪-এর সেপ্টেম্বর মাসে পণ্য লোডিং-এ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের উল্লেখযোগ্য বিকাশ ঘটল। যার জেরে আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে ভারতীয় রেল।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তার গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রান্তিক ব্যবহারকারীদের কাছে অত্যাবশ্যকীয় সামগ্রীর সময় অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে দিনরাত চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করছে।
advertisement
পণ্য লোডিং-এর ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে৷ ২০২৪-এর সেপ্টেম্বর মাসে ০.৮৯১ মিলিয়ন টন বিভিন্ন পণ্য সামগ্রীর লোডিং নথিভুক্ত হয়েছে।
advertisement
২০২৪-এর সেপ্টেম্বর মাসে সামগ্রী লোডিং পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় সংশ্লিষ্ট মাসে সিমেন্ট লোডিং-এর বৃদ্ধি ঘটেছে ৮০ শতাংশ, খাদ্য শস্য লোডিঙের বৃদ্ধি ঘটেছে ১০.২ শতাংশ, সার লোডিঙের ২৩.৫ শতাংশ এবং কনটেনার লোডিঙের ৭.৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে।
advertisement
বিগত অর্থবর্ষের একই সময়ের তুলনায় অন্যান্য সামগ্রী যেমন টিম্বার ও ব্যালাস্ট লোডিং-এ বৃদ্ধি ঘটেছে যথাক্রমে ২৭৫ শতাংশ এবং ৪৪.৯ শতাংশ।
পণ্য লোডিং-এ ক্রমাগত এই বৃদ্ধি অঞ্চলটির বর্ধিত অর্থনৈতিক কার্যকলাপের প্রতিফলন ঘটিয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ক্রমবর্ধমান পণ্য লোডিং ৫.৩৬৮ মিলিয়ন টনে পৌঁছে গিয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৭.২ শতাংশ বেশি। এর ফলে রাজস্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে৷
advertisement
পণ্য পরিবহণের ক্ষেত্রে যেহেতু উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগত অগ্রগতি লাভ করছে, তাই নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করতে প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়েছে, যার ফলে ভবিষ্যতে আরও বিকাশ নিশ্চিত হবে।কোভিড পরবর্তী সময়ে পণ্য পরিবহণে রেকর্ড গড়ছে ভারতীয় রেল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2024 11:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railway: উৎসবে লক্ষ্মী লাভ ভারতীয় রেলের, কোভিড পরবর্তী পণ্য পরিবহণে রেকর্ড গড়ছে ভারতীয় রেল










