বিপুল আর্থিক ক্ষতি, মহামন্দা দেখতে হবে দেশকে! জিডিপি পড়তে পরে ৪৫ শতাংশ, বলছে Goldman Sachs
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
২০২১ আর্থিক বর্ষে জিডিপির পরিমাণ কমতে পারে ৫ শতাংশ, যা অন্য যে কোনও সময়ের মন্দার তুলনায় অনেক বেশি
সংস্থার অর্থনীতিবিদ প্রাচী মিশ্র ও অ্যান্ড্রু টিলটন জানিয়েছেন, ২০২১ আর্থিক বর্ষে জিডিপির পরিমাণ কমতে পারে ৫ শতাংশ, যা অন্য যে কোনও সময়ের মন্দার তুলনায় অনেক বেশি। ভারতীয় অর্থনীতির ইতিহাসে এমন মহামন্দা এর আগে দেখা যায়নি কখনই। তাঁরা বলছেন, শেষ কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি অর্থনৈতিক সংস্কারের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু সেগুলি সবকটিই মাঝমাঝি সময়সীমার। ফলে এখনই এগুলির ফল দেখা যাবে, এমন ভাবলে ভুল হবে। ফলে দ্রুত অর্থনীতির চেহারাটা পাল্টে যাবে, এমনও নয়। তবে এই প্রকল্পগুলির প্রভাব কতটা পড়ে না পড়ে, সেই বিষয়ে অর্থনীতিবিদেরা নজর রেখে যাবেন বলেও জানিয়েছেন।
advertisement
শেষ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের বিভিন্ন দিক স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী। সেখানে কৃষি, শিল্প–বাণিজ্য ক্ষেত্রে আরও উদার এক প্রশাসনিক অবস্থান তিনি সামনে এনেছেন। এখন দেখান, সরকারের এই উদার অর্থনৈতিক অবস্থান কতটা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2020 11:02 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিপুল আর্থিক ক্ষতি, মহামন্দা দেখতে হবে দেশকে! জিডিপি পড়তে পরে ৪৫ শতাংশ, বলছে Goldman Sachs