গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক

Last Updated:

এই অ্যাপের সঙ্গে ইউপিআই যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে গুগল পে, ফোন পে ও অন্যান্য পেমেন্ট অ্যাপের মতো ডিজিটাল লেনদেন করতে পারবেন ৷

#নয়াদিল্লি: গ্রাহকদের ডিজিটাল লেনদেনের সুবিধা দেওয়ার জন্য এবার ডাক পে (DakPay) অ্যাপ লঞ্চ করল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ৷ অ্যাপটি ভার্চুয়ালি লঞ্চ করা হয়েছে ৷ লঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷ ডিজিটাল লেনদেনের পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক ও ডাক বিভাগের সঙ্গে যুক্ত একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷ এই অ্যাপের সঙ্গে ইউপিআই যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে গুগল পে, ফোন পে ও অন্যান্য পেমেন্ট অ্যাপের মতো ডিজিটাল লেনদেন করতে পারবেন ৷
এই অ্যাপ বায়োমেট্রিকের সাহায্যে ক্যাশলেস ইকোসিস্টেম তৈরি করতে সাহায্য করবে ৷ এই মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবাও ইউটিলিটি পেমেন্ট পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ এখানে QR কোড স্ক্যান করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে ৷
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্ক প্রসাদ ট্যুইট করে জানিয়েছেন, লঞ্চের মাত্র ২ বছরের মধ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ এর জন্য ইন্ডিয়া পোস্ট অফিসের সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন ৷
advertisement
advertisement
কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ ?
>>প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ
>>এরপর নিজের প্রোফাইল তৈরি করতে হবে
>>নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর, নাম, পিন কোড ও অ্যাকাউন্ট নম্বর দিতে হবে
>>এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে
>>ইউপিআই অ্যাপের মতো এই অ্যাপে চার অঙ্কের পিন নম্বর দিতে হবে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement