১ অগাস্ট থেকে এই ব্যাঙ্কে হতে চলেছে বড় বদল, দিতে হবে বেশি চার্জ ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী বদল হতে চলেছে এবং গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে দেখে নিন একনজরে-
#নয়াদিল্লি: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুকুত্বপূর্ণ খবর (india post payments bank) ৷ ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের এবার ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য চার্জ দিতে হবে ৷ এর পাশাপাশি ১ জুলাই থেকে সুদের হার (ippb interest rate) কমানো হয়েছে ৷ সম্প্রতি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য চার্জ দিতে হবে ৷ এখন পর্যন্ত ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য কোনও চার্জ লাগে না ৷
১ অগাস্ট থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য (doorstep banking charges) প্রতি পরিষেবার জন্য ২০ টাকা খরচ করতে হবে ৷ অন্যদিকে, ১ জুলাই থেকে সুদের হার কমানোয় সেভিংস অ্যাকাউন্টে কম ইন্টারেস্ট পাচ্ছেন গ্রাহকরা ৷
এর আগে ১ লক্ষ টাকা ব্যালেন্স পর্যন্ত গ্রাহকরা ২.৭৫ শতাংশ সুদ পাচ্ছিলেন ৷ এবার ব্যাঙ্কের তরফে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে তা ২.৫০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য ২.৫ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ ১ থেকে ২ লক্ষ টাকা ব্যালেন্সে গ্রাহকরা পাবেন ২.৭৫ শতাংশ সুদ ৷
advertisement
advertisement
এতদিন পর্যন্ত গ্রাহকদের ব্যালেন্স চেক করার জন্য, টাকা ট্রান্সফার এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হত ৷বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা অনেক সহজ হয়ে গিয়েছে ৷
অনলাইনে খুলতে পারবেন অ্যাকাউন্ট-
>> IPPB অ্যাপ ডাউনলোড করে ‘ওপেন অ্যাকাউন্ট’-এ ক্লিক করতে হবে
>> মোবাইল নম্বর ও প্যান নম্বর দিতে হবে
advertisement
>> এরপর আধার নম্বর দিতে হবে
>> এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে
>> এরপর বেশ কিছু পার্সোনাল ডিটেল দিতে হবে-যেমন নাম, ঠিকানা, নমিনেশন
>> সাবমিট করার পর অ্যাকাউন্ট খুলে যাবে এবং এই অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে ৷
বর্তমানে এই অ্যাকাউন্টে টাকা রাখার অধিকতম লিমিট ১ লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে ৷ ব্যাঙ্কের গ্রাহকদের কিউআর কোডের সুবিধা দেওয়া হয় ৷ অ্যাকাউন্ট হোল্ডারের অথেন্টিকেশন প্রোসেস বায়োমেট্রিকের মাধ্যমে করা হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2021 4:31 AM IST