১ অগাস্ট থেকে এই ব্যাঙ্কে হতে চলেছে বড় বদল, দিতে হবে বেশি চার্জ ....

Last Updated:

কী বদল হতে চলেছে এবং গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে দেখে নিন একনজরে-

#নয়াদিল্লি: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুকুত্বপূর্ণ খবর (india post payments bank) ৷ ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের এবার ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য চার্জ দিতে হবে ৷ এর পাশাপাশি ১ জুলাই থেকে সুদের হার (ippb interest rate) কমানো হয়েছে ৷ সম্প্রতি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য চার্জ দিতে হবে ৷ এখন পর্যন্ত ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য কোনও চার্জ লাগে না ৷
১ অগাস্ট থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য (doorstep banking charges) প্রতি পরিষেবার জন্য ২০ টাকা খরচ করতে হবে ৷ অন্যদিকে, ১ জুলাই থেকে সুদের হার কমানোয় সেভিংস অ্যাকাউন্টে কম ইন্টারেস্ট পাচ্ছেন গ্রাহকরা ৷
এর আগে ১ লক্ষ টাকা ব্যালেন্স পর্যন্ত গ্রাহকরা ২.৭৫ শতাংশ সুদ পাচ্ছিলেন ৷ এবার ব্যাঙ্কের তরফে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে তা ২.৫০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য ২.৫ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ ১ থেকে ২ লক্ষ টাকা ব্যালেন্সে গ্রাহকরা পাবেন ২.৭৫ শতাংশ সুদ ৷
advertisement
advertisement
এতদিন পর্যন্ত গ্রাহকদের ব্যালেন্স চেক করার জন্য, টাকা ট্রান্সফার এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হত ৷বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা অনেক সহজ হয়ে গিয়েছে ৷
অনলাইনে খুলতে পারবেন অ্যাকাউন্ট-
>> IPPB অ্যাপ ডাউনলোড করে ‘ওপেন অ্যাকাউন্ট’-এ ক্লিক করতে হবে
>> মোবাইল নম্বর ও প্যান নম্বর দিতে হবে
advertisement
>> এরপর আধার নম্বর দিতে হবে
>> এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে
>> এরপর বেশ কিছু পার্সোনাল ডিটেল দিতে হবে-যেমন নাম, ঠিকানা, নমিনেশন
>> সাবমিট করার পর অ্যাকাউন্ট খুলে যাবে এবং এই অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে ৷
বর্তমানে এই অ্যাকাউন্টে টাকা রাখার অধিকতম লিমিট ১ লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে ৷ ব্যাঙ্কের গ্রাহকদের কিউআর কোডের সুবিধা দেওয়া হয় ৷ অ্যাকাউন্ট হোল্ডারের অথেন্টিকেশন প্রোসেস বায়োমেট্রিকের মাধ্যমে করা হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ অগাস্ট থেকে এই ব্যাঙ্কে হতে চলেছে বড় বদল, দিতে হবে বেশি চার্জ ....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement