কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি, ভরসা জাগছে পুরুলিয়ার বিড়ি শ্রমিকদের, বেতন থেকে ওভারটাইমে বড় বদল!

Last Updated:

India New Labour Code: কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার বিড়ি শ্রমিকেরা। জেলার ঝালদা, কোটশিলা, আড়সা জয়পুর বিভিন্ন ব্লক গুলিতে বিপুল পরিমাণে বিড়ি তৈরি হয়। তাই জঙ্গলমহলের আর্থসামাজিক অবস্থায় বিড়ি শ্রমিকদের অবদান যথেষ্ট রয়েছে।

+
বিড়ি

বিড়ি শ্রমিকরা তৈরি করছেন বিড়ি

ঝালদা, পুরুলিয়া: জঙ্গলমহল পুরুলিয়ার একটা বড় অংশ জুড়ে বিড়ি শিল্পের চাহিদা রয়েছে। এখানে বহু বিড়ি শ্রমিক বিড়ি তৈরি করেই জীবন জীবিকা নির্বাহ করেন। তাঁদের জীবনের সঙ্গে যুক্ত এই শিল্প।
কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার বিড়ি শ্রমিকেরা। জেলার ঝালদা, কোটশিলা, আড়সা জয়পুর বিভিন্ন ব্লক গুলিতে বিপুল পরিমাণে বিড়ি তৈরি হয়। তাই জঙ্গলমহলের আর্থসামাজিক অবস্থায় বিড়ি শ্রমিকদের অবদান যথেষ্ট রয়েছে।
advertisement
advertisement
ঝালদায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তাদের জন্য গড়ে উঠেছে বিড়ি শ্রমিক হাসপাতাল। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম নীতিতে বিড়ি শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ।
নতুন শ্রম নীতি অনুসারে, বিড়ি শ্রমিকদের কাজের সময় নির্দিষ্ট করা হয়েছে। সঠিক সময় বেতন ও ওভারটাইমের কথাও বলা হয়েছে। ন্যূনতম মজুরি নির্দিষ্ট করা হয়েছে। ‌ এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন এই আইন বিড়ি শ্রমিকেরা আশার আলো দেখছেন।
advertisement
এ বিষয়ে বিড়ি শ্রমিক ধীরেন রজক ও অঞ্জনা রজক বলেন, নতুন এই শ্রম আইন লাগু হলে তাদের অনেকটাই উপকার হবে। বিড়ি বেঁধেই তাদের জীবন চলে। অনেক সময়তেই ধার-দেনা করতে হয়। অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তাদের। নতুন এই আইন যদি চালু হয় তাহলে আর্থিকভাবে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তাদের পক্ষে এই আইন হিতকর হবে বলেই মনে করছেন তারা।
advertisement
কেন্দু পাতা দিয়ে বিড়ি তৈরি এবং সরবরাহের উপর নির্ভরশীল এই শিল্প। স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিড়ি শিল্প। বহু মানুষ, বিশেষ করে মহিলারা, এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত শ্রম আইনে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন বিড়ি শ্রমিকেরা। ‌
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি, ভরসা জাগছে পুরুলিয়ার বিড়ি শ্রমিকদের, বেতন থেকে ওভারটাইমে বড় বদল!
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement