Gold Hallmark: বন্ধ হতে চলেছে সোনার গয়নার হলমার্কিং ব্যবস্থা? জেনে নিন কী প্রস্তুতি নিচ্ছে সরকার!

Last Updated:

জানা গিয়েছে, এবার থেকে শুধুমাত্র নতুন ৬ ডিজিটের এইচইউআইডি হলমার্কিং থাকবে।

কলকাতা: সোনার গয়নায় হলমার্ক থাকে। এটাই সোনার বিশুদ্ধতা নিশ্চিত করে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উপদেষ্টা কমিটির বৈঠকে পুরনো হলমার্কিং ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যেই চার ডিজিটের হলমার্কিং সিস্টেম উঠে যাবার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এবার থেকে শুধুমাত্র নতুন ৬ ডিজিটের এইচইউআইডি হলমার্কিং থাকবে।
দেশের ২৮৮ জেলায় জুয়েলারি হলমার্কিং বাধ্যতামূলক: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) জুয়েলারি হলমার্ক মানকে বাধ্যতামূলক করতে আরও ৪৩টি জেলাকে যুক্ত করা হবে করবে। বর্তমানে সারা দেশে প্রায় ২৮৮টি জেলায় জুয়েলারি হলমার্কিং বাধ্যতামূলক। একটি প্রতিবেদন অনুসারে, বিআইএস মহাপরিচালক প্রমোদ কুমার তিওয়ারি বলেছেন, ‘পণ্যের হলমার্কিংয়ের ক্ষেত্রে জেলা কভারেজ বাড়ছে। হলমার্ক মান বাধ্যতামূলক সম্মতির আওতায় আরও ৪৩টি জেলাকে যুক্ত করা হবে’।
advertisement
advertisement
নিবন্ধিত অপারেটিভ জুয়েলার্সের সংখ্যা দেড় লাখের বেশি: বিআইএস স্ট্যান্ডার্ডের অধীনে নিবন্ধিত অপারেটিভ জুয়েলার্সের সংখ্যা ২০২২-২৩ আর্থিক বছরে ১,৩৭,৩১৫ থেকে বেড়ে ১,৫১,০৫২ হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষেই ১৩,৭৩৭ টি নতুন লাইসেন্স ইস্যু করা হয়েছিল। স্ট্যান্ডার্ড অথরিটির রেফারেল ল্যাবের সংখ্যা ৪ থেকে বেড়ে হয়েছে ৭। প্রতিবেদনে বলা হয়েছে, বিআইএসের আরেক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বাজারে নজরদারিও বাড়িয়েছি, যা প্রায় দ্বিগুণ হয়েছে’।
advertisement
গত বছরের অগাস্টে, সরকার জানিয়েছিল যে চলতি আর্থিক বছরের এপ্রিল-জুলাই মাসে প্রায় ৩.৭ কোটি গয়না হলমার্কিং করা হয়। সোনার গয়নার বাধ্যতামূলক হলমার্কিং গত বছরের ১৬ জুন থেকে কার্যকর হয়েছে। ২০২১-২২ সালে ৮.৬৮ কোটি গয়নায় হলমার্ক করা হয়েছিল। ১ এপ্রিল ২০২২ থেকে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত ৩.৭ কোটি আইটেম হলমার্ক করা হয়। একটি বিবৃতিতে এই পরিসংখ্যানপ্রকাশ করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস।
advertisement
হলমার্কিং কী: সোনার গুণমান নিশ্চিত করার জন্যই হলমার্কিং করা হয়। হলমার্ক করা সোনার গয়না বিআইএস লোগো বা বিশুদ্ধতা গ্রেড এবং একটি ৬ সংখ্যার আলফানিউমেরিক কোড থাকে। সোনা আসল না নকল সেটা সনাক্ত করতেও হলমার্কিং করা প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Hallmark: বন্ধ হতে চলেছে সোনার গয়নার হলমার্কিং ব্যবস্থা? জেনে নিন কী প্রস্তুতি নিচ্ছে সরকার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement