ভারতের আর্থিক বৃদ্ধির হার কমাল আইএমএফ
Last Updated:
বিশ্ব জুড়ে আর্থিক মন্দার বড়সড় ধাক্কা ভারতে লাগবে বলে আগে দাবি করেছিলেন আইএমএফের নতুন ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার।
#নয়াদিল্লি: ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার কমছে। ইঙ্গিত দিল আইএমএফ। এর আগে চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার ৭ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছিল তারা। সেই বৃদ্ধির হার প্রায় এক শতাংশ কমিয়ে ৬.১ শতাংশ করল আইএমএফ। তবে ২০২০-২১ আর্থিক বর্ষে বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে আশা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের।
আর্থিক বৃদ্ধির হার কমলেও চিনের সঙ্গে ভারতও বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশ থাকছে বলে জানাল আইএমএফ। বিশ্ব জুড়ে আর্থিক মন্দার বড়সড় ধাক্কা ভারতে লাগবে বলে আগে দাবি করেছিলেন আইএমএফের নতুন ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার। তাঁর দাবি, ২০১৯-২০ আর্থিক বর্ষে আর্থিক বৃদ্ধির হার গত দশ বছরে সবচেয়ে কমতে চলেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2019 11:46 AM IST