লকডাউনের পর গাড়ি চালানো হবে আরও সস্তা ! সরকারের বড় সিদ্ধান্ত...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) বৃহস্পতিবার CNG ও PNG গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ IGL এর তরফে জানানো হয়েছে নতুন দাম ৩ এপ্রিল সকাল ৬ টা থেকে লাগু করা হবে ৷ এর অর্থাৎ লকডাউনের পর CNG গাড়ি চালানো আরও সস্তা হতে চলেছে ৷ সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, CNG দাম প্রতি কিলোতে ৩.২ টাকা ও পিএনজির দাম প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে ১.৫৫ টাকা কমানো হয়েছে ৷ নতুন দাম নয়াদিল্লির জন্য লাগু করা হবে ৷
নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে CNG এর দাম প্রতি কিলোগ্রামে ৩.৬০ টাকা কমানো হয়েছে ৷ পয়লা এপ্রিল থেকে ডোমেস্টিক ন্যাচরাল গ্যাসের দাম প্রায় ২৬ শতাংশ কমে গিয়েছে ৷
দাম কমার পর থেকে দিল্লিতে এবার থেকে এক কিলোগ্রাম সিএনজির দাম ৪২ টাকা হয়ে যাবে ৷ নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে দাম হবে ৪৭.৭৪ টাকা ৷ পিএনজির নতুন দাম হতে চলেছে ১.৬৫ টাকা প্রতি কিউবিক মিটারে ৷ মুজাফ্ফরনগরে দাম ৫৬.৬৫ টাকা প্রতি কিলো, করনালে ৪৯.৮৫ টাকা প্রতি কিলোগ্রামে ও গুরুগ্রামে ৫৪.১৫ টাকা এক কিলোগ্রাম সিএনজি পাওয়া যাবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2020 8:30 PM IST