Earn money: আপনার কাছে এই ১ টাকার কয়েন থাকলে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা

Last Updated:

সম্প্রতি বেশকিছু মানুষ ওয়েবসাইটে কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন ৷

#নয়াদিল্লি: দেশজুড়ে করোনা সঙ্কটের মধ্যেই সহজেই ১ লক্ষ টাকা আয় করার (Earn money)হওয়ার রয়েছে দারুণ সুযোগ ৷ আপনার কাছে এই ১ টাকার কয়েন থাকলেই পেয়ে যাবেন লক্ষ টাকা ৷ এর জন্য চাকরি না ব্যবসা করতে হবে না ৷ ১ টাকার এই বিশেষ কয়েনটা থাকলে অনলাইনে সেটি বিক্রি করে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা ৷ মাত্র ১ টাকার কয়েনের সাহায্যে বাড়িতে বসেই বিপুল টাকা আয় করতে পারবেন ৷
চিরকালই বাজারে পুরনো ও অ্যান্টিক জিনিসের বিপুল চাহিদা রয়েছে ৷ আন্তার্জাতিক বাজারে এর চাহিদা অনেকটাই বেশি ৷ সম্প্রতি বেশকিছু মানুষ ওয়েবসাইটে কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন ৷ বর্তমানে বেশ কিছু ই-কমার্স ওয়েবসাইট এই ধরনের সুযোগ দিচ্ছে ৷
ক্যুইন ভিক্টোরিয়ার ১৮৬২ সালের কয়েন ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি করা হয়েছে ৷ এর দাম ১.৫ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ এর জন্য প্রথমে ই-কমার্স ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাতে রহবে ৷ প্রথমে কয়েনের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করতে হবে ৷ যিনি কিনতে চাইবেন তিনি সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন ৷ পেমেন্ট ও ডেলিভারির বিষয়ে ও জায়গার বিষয়ে কথা বলে নিতে পারবেন ৷
advertisement
advertisement
এছাড়া পুরনো নোট বা কয়েন নিলাম করতে পারবেন OLX বা India Mart প্ল্যাটফর্মে ৷ এখানে আপনাকে লগইন আইডি তৈরি করতে হবে ৷ নিলামির জ্যন কয়েন বা নোটের ছবি শেয়ার করতে হবে ৷ প্রচুর মানুষ পুরনো নোট কনিতে চান ৷ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের কাছে ভাল টাকায় বিক্রি করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Earn money: আপনার কাছে এই ১ টাকার কয়েন থাকলে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement