আপনার কাছে এই তিনটি নোট থাকলে আপনিও পেয়ে যাবেন ১ লক্ষ টাকা!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পাঁচ টাকার এই পুরনো নোট থাকলে পেয়ে যাবেন ৩০ হাজার টাকা ৷ তবে এই নোটে কিছু ফিচার্স থাকতে হবে ৷
#নয়াদিল্লি: করোনাকালে (Corona Pandemic) বাড়িতে বসেই মোটা টাকা আয় করার রয়েছে দারুণ সুযোগ ৷ মিনিটের মধ্যেই লক্ষপতি (way to earn money online) হয়ে যেতে পারেন আপনিও ৷ আপনার কাছে পুরনো ১,৫ ও টাকার এই নোট থাকলে আপনার ভাগ্য বদলাতে চলেছে ৷
পুরনো নোট থেকে মোটা টাকা আয় (Earning money From rare Currency)
এরকম পুরনো নোট যেগুলি এখন আর চলে না সেগুলি আপনার কাছে থাকলে অনলাইনে বিক্রি করে ভাল টাকা আয় করতে পারবেন ৷
এই ১ টাকা থেকে পেয়ে যাবেন ৪৫ হাজার টাকা-
পুরনো ১ টাকার নোটের মাধ্যমে মিনিটের মধ্যে মালামাল হয়ে যেতে পারেন ৷ ভারত সরকারের মাধ্যমে ১ টাকার নোট বন্ধ করে দেওয়া হলে এই নোটের বাজার মূল্য কয়েক হাজার টাকা ৷ এই ১ টাকার নোট অনলাইনে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে ৷ এই নোটে অবশ্য ১৯৫৭ সালে গর্ভনর এইচএম পটেলের স্বাক্ষর থাকতে হবে ৷ পাশাপাশি এই নোটের সিরিয়াল নম্বর ১২৩৪৫৬ ৷ Coinbazzar ওয়েবসাইটে এই নোট বিক্রি করা যাবে ৷
advertisement
advertisement
৫ টাকার নোট থেকে পেয়ে যাবেন ৩০ হাজার টাকা
পাঁচ টাকার এই পুরনো নোট থাকলে পেয়ে যাবেন ৩০ হাজার টাকা ৷ তবে এই নোটে কিছু ফিচার্স থাকতে হবে ৷ এই নোটে ট্র্যাক্টর থাকলে অনলাইনে বিক্রি করে আপনিও পেয়ে যেতে পারেন ৩০ হাজার টাকা ৷ পুরনো নোট বিক্রির জন্য coinbazzar.com এ প্রথমে রেজিস্টার্ড করতে হবে ৷ এরপর আপনার কাছে থাকা নোটের ছবি আপলোড করতে হবে৷ ইচ্ছুক ব্যক্তিরা আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনি বাড়িতে বসেই হাজার হাজার টাকা আয় করতে পারবেন ৷
advertisement
১০ টাকার এই নোট থাকলে পেয়ে যাবেন ২৫ হাজার টাকা
অশোক স্তম্ভ রয়েছে এরকম ১০ টাকা রয়েছে আপনার কাছে ? দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৪৩ সালে ব্রিটিশ রাজের সময় এরকম নোট জারি করা হয়েছিল ৷ এই নোটের উপরে সি ডি দেশমুখের স্বাক্ষর রয়েছে ৷ এই নোটের একদিকে অশোক স্তম্ভ রয়েছে তো অন্যদিকে একটি নৌকা রয়েছে ৷ দু’দিকেই ইংরেজিতে 10 Rupees লেখা রয়েছে ৷ এই নোটের জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা পেয়ে যাবেন ৷
advertisement
আপনার কাছে এই তিনটি নোট থাকলে বাড়িতে বসেই ১ লক্ষ টাকা পেয়ে যাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2021 7:40 AM IST