বছর শেষের বড়সড় ডিসকাউন্ট, দেখে নিন Hyundai-এর কোন মডেলে মিলছে কত ছাড় !

Last Updated:

এত দিন পাখির চোখ ছিল উৎসবের মরশুম। এ বার সেই ধারা বজায় রেখে বছরের শেষে বড়সড় ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হয়েছে গাড়িপ্রস্তুতকারী সংস্থা Hyundai।

#নয়াদিল্লি: করোনার (Coronavirus) থাবার ব্যবসায় দারুণ লোকসান হয়েছে। এত দিন পাখির চোখ ছিল উৎসবের মরশুম। এ বার সেই ধারা বজায় রেখে বছরের শেষে বড়সড় ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হয়েছে গাড়িপ্রস্তুতকারী সংস্থা Hyundai। সম্প্রতি Santro, Grand i10-সহ বেশ কয়েকটি মডেলে আকর্ষণীয় ছাড়ের কথা ঘোষণা করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই গাড়িপ্রস্তুতকারী সংস্থা। এ ক্ষেত্রে গাড়ির বিভিন্ন মডেলে নানা রকমের এক্সচেঞ্জ বোনাস ও ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে এই অফারের বৈধতা হল ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বার দেখে নেওয়া যাক কোন কোন গাড়িতে মিলছে ডিসকাউন্ট!
Hyundai Elantra
এই মডেলে ৩০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ৩০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৪০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট মিলছে। তবে ডিজেল ইঞ্জিনে অতিরিক্ত কোনও ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না।
advertisement
Hyundai Aura
Hyundai Xcent মডেলের জায়গায় এ বছর জানুয়ারিতে এসেছিল Hyundai Aura। এই গাড়িতে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ড পাওয়া যাচ্ছে। রয়েছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। তবে এই কমপ্যাক্ট সেডান গাড়ির টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৩০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট মিলছে।
advertisement
Hyundai Grand i10 Nios
১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্টে কেনা যেতে পারে Hyundai Grand i10 Nios। এই গাড়িতে মিলছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। তবে বাড়তি পাওনা হল মডেলটির টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৩০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Hyundai Grand i10
গাড়িটিতে ৪০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট মিলছে। পাশাপাশি ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি ডিলারশিপে  ৫,০০০ টাকার কর্পোরেট বোনাসও দেওয়া হচ্ছে।
advertisement
Hyundai Santro
সেকেন্ড জেনারেশনের Hyundai Santro গাড়ির Era ভ্যারিয়েন্টে মিলছে ২০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়া গাড়ির অন্য সব ক'টি ভ্যারিয়েন্টেই অতিরিক্ত ১০,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
গাড়িপ্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, Hyundai i20, Hyundai Creta, Hyundai Venue, Hyundai Verna, Hyundai Tucson ও Hyundai Kona EV-তে কোনও রকম ছাড় মিলছে না। তাই বেশি দেরি না করে স্থানীয় ডিলারশিপের সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে। পছন্দ হলে অফারের সুবিধা কাজে লাগিয়ে কিনে নেওয়া যেতে পারে পছন্দের গাড়িটি।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বছর শেষের বড়সড় ডিসকাউন্ট, দেখে নিন Hyundai-এর কোন মডেলে মিলছে কত ছাড় !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement