3G ফোনে কী ভাবে ব্যবহার করবেন #RelianceJio 4G সিম ?
Last Updated:
বাজারে এসে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্সের জিও ৪জি ৷ জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷
#মুম্বই: বাজারে এসে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্সের জিও ৪জি ৷ জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ আম্বানির মাল্টি বিলায়ান ডলার এই প্রজেক্টের যাত্রা শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে ৷ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাবে ৷
একগুচ্ছ আকর্ষণীয় পরিষেবার পেতে জিও ৪জি সিমে চাই সকলের ৷ কিন্তু তার জন্য VoLET 4G হ্যান্ডসেট থাকা মাস্ট ৷ কিন্তু যাদের কাছে VoLET 4G কমপ্যাটিবেল হ্যান্ডসেট নেই , এবং যারা এই মুহূর্তে নতুন ফোন কিনতে চাইছেন না তারা কী করবেন ? ২জি বা ৩জি ফোনে চলবে না রিল্যায়েন্স জিও ৪জি ৷ তবে এই পাঁচটি স্টেপ মেনে চললেই ৩জি হ্যান্ডসেটেও ব্যবহার করা যাবে রিল্যায়েন্স জিও ৪জি ৷
advertisement
১. প্রথমে MTK ইঞ্জিনিয়ারিং মোড নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এই অ্যাপটিকে সার্ভিস মোডও বলা হয় ৷ এর সাহায্যে আপনারা আলাদা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ৷
advertisement
২. গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে ৷ যদি আপনার ফোনে গুগল প্লে স্টোর না থাকে তাহলে থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও অপনি ডাউনলোড করতে পারবেন - http://goo.gl/hs3YCI
advertisement
৩. MTK ইঞ্জিনিয়ারিং মোড অ্যাপ ইনস্টল করার পর সেটা খুলে তাতে মোবাইল স্পেসিফিক কোড দিন ৷ এরপর MTK সেটিংয়ে গিয়ে তাতে আপনি যে নেটওয়ার্ক কানেকশন চাইছেন তাতে ক্লিক করুণ ৷
৪. এরপর নেটওয়ার্ক মোড 4G LT , WCDMA or GSM সিলেক্ট করুণ ৷ নতুন সেটিং সেভ করুণ ও ফোন রিস্টার্ট করুণ ৷
advertisement
৫. যে স্মার্টফোন মিডায়াটেক প্রোসেসরে কাজ করে তাতেই এই পদ্ধতিটি করা সম্ভব ৷ যাদের স্মার্টফোন কোয়ালকম চিপসেটে চলছে তারা শর্টকাট মাস্টার ডাউনলোড করতে পারেন ৷
এই পদ্ধতি মেনে চললে ৩জি ফোনেও ব্যবহার করা যাবে রিল্যায়েন্স জিও সিম ৷ তবে এটা করার আগে ভেবে নিন ভালো করে ৷ যা করবেন নিজের দায়িত্বে করবেন ৷ কারণ আপনার ফোনের কোনও ডেটা উড়ে গেল বা সমস্যা দেখা গেলে তার জন্য আমরা দায়ি নই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2016 10:35 AM IST