Cucumber Cultivation: এই ফল চাষেই অধিক লাভ! জেলার চাষিদের ভরসা শসা চাষে

Last Updated:

Cucumber Cultivation: কম অর্থ বিনিয়োগে এই চাষ যা থেকে প্রচুর অর্থ আয় করা সম্ভব।

+
শসা

শসা চাষ

দক্ষিণ ২৪ পরগনা : আপনি কি জানেন এই চাষ করে আপনি হয়ে যেতে পারেন লাখোপতি। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে চাষিরা তাদের চাষ করতে গিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে। সমস্ত কৃষকরা চাই কম পুঁজি বিনিয়োগ করে যাতে বেশি অর্থ উপার্জন করা যায়। আর তাই এই চাষে কঠিন হলেও একেবারে অসম্ভব নয়।
শসা চাষ করে যার সাহায্যে যেকোনো ব্যক্তি অল্প পুঁজি করে মোটা আয় ঘরে তুলতে পারে। আর তাই কম অর্থ বিনিয়োগে এই চাষ যা থেকে প্রচুর অর্থ আয় করা সম্ভব। আর তাই শসা চাষেই ভাগ্যের চাকা ফিরে যেতে পারে আপনার। এভাবে অনেক কৃষকের ভাগ্য আজ বদলে দিচ্ছে শসা চাষ। মূলত সুন্দরবন পথ দক্ষিণ ২৪ পরগনা অধিকাংশ এলাকায় চাষবাসের উপরেই নির্ভরশীল। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর এলাকার বিভিন্ন চাষী এই শশা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।
advertisement
advertisement
গত বছর প্রথমবারের মতো শসা চাষ করে তিনি প্রায় লাখ টাকা আয় করেছেন। ফি বছর লাভ করেছেন তার দ্বিগুণ। ২০ হাজার টাকার খরচে শসা চাষ করে ২ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন তিনি। মাত্র ৪৫ দিনের মধ্যে এ টাকা আয় হয়েছে তার। তিনি জানান, তার নিজের জমি না থাকায় অন্য জমির মালিকের কাছ থেকে ৪ হাজার টাকায় ২০ শতক জমি আগাম টাকায় নিয়ে তিনি এই চাষ করেন। তাই আপনিও এগিয়ে আসতে পারেন এই শসা চাষে।
advertisement
কীভাবে করবেন তা একটু জেনে নিন। যে কোনও ধরনের মাটিতেই শসা চাষ করা যায়। অর্থাৎ বেলে মাটি, এঁটেল মাটি, দো-আঁশ মাটি, কালো মাটি, পলি মাটি যে কোনও জায়গাতেই শসার চাষ হয়। শসার ফলন হতে 2 থেকে 3 মাস সময় লাগে। শসা চাষের জন্য খরচ হয় ৪ হাজার টাকার বীজ, ইউরিয়াসহ ৩ বস্তা সার, কীটনাশক, জমি চাষ ও শ্রমিকসব মিলিয়ে ২০ হাজার টাকা। ২০ শতক জমিতে মাত্র ২০ হাজার টাকা পুঁজি খাটিয়ে ৪৫ দিনে ২ লাখ টাকা আয় করা সম্ভব।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cucumber Cultivation: এই ফল চাষেই অধিক লাভ! জেলার চাষিদের ভরসা শসা চাষে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement