নিজের বাড়ির স্বপ্ন! দ্রুত হোম লোন শোধ করবেন কীভাবে? রইল ৫ উপায়

Last Updated:

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ভাল হয় যদি মেয়াদের আগেই শোধ করা যায়। তবে এর জন্য কৌশলগত আর্থিক পরিকল্পনা প্রয়োজন।

রইল ৫ উপায়
রইল ৫ উপায়
নিজেদের ছোট্ট একটা বাড়ি, আমবাঙালির স্বপ্ন। টাকা জমিয়ে বাড়ি করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। এসব ক্ষেত্রে হোম লোনই ভরসা। রিজার্ভ ব্যাঙ্কের একটি রিপোর্ট বলছে, ভারতীয়দের হোম লোন নির্ভরতা দিন দিন বাড়ছে। ২০১২ সালের মার্চ মাসে ৮.৬ শতাংশ থেকে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪.২ শতাংশে।
হোম লোনের সুদ একটু বেশিই হয়। ৮.৫০ শতাংশ থেকে ১৪.৭৫ শতাংশ পর্যন্ত। লোনের মেয়াদ যত বেশি হবে, তত বেশি সুদ পরিশোধ করতে হবে। তাহলে হোম লোন তাড়াতাড়ি শোধ করার উপায় কী? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ভাল হয় যদি মেয়াদের আগেই শোধ করা যায়। তবে এর জন্য কৌশলগত আর্থিক পরিকল্পনা প্রয়োজন।
advertisement
রিফিনান্সিং: রিফিনান্সিং পদ্ধতিতে এমন ব্যাঙ্ক বাছতে হয় যেখানে হোম লোনে সুদের হার কম। বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার ভিন্ন। কোন ব্যাঙ্কে সুদের হার কম, তার খোঁজ নিতে হবে। আর উচ্চ হারে ইএমআই দিতে যাঁদের অসুবিধা হবে না, তাঁদের মেয়াদ কমানো উচিত। অর্থাৎ একটু বেশি টাকা শোধ করতে হবে। এতে হয় তো প্রথমদিকে সমস্যা হবে, কিন্তু ভবিষ্যতের জন্য এটা আশীর্বাদস্বরূপ।
advertisement
advertisement
নির্দিষ্ট হারে স্যুইচ করা: ফ্লোটিং সুদের হারে হোম লোন নিলে অবিলম্বে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত এবং যত দ্রুত সম্ভব অন্য ব্যাঙ্কের মাধ্যমে ফিক্সড রেটে যেতে হবে। এটা ক্রমবর্ধমান সুদের হার থেকে ঋণগ্রহীতাকে রক্ষা করবে।
নতুন লোন নয়: হোম লোন চলাকালীন নতুন করে ঋণ বা লোন নেওয়া ঠিক হবে না। সেটা ক্রেডিট কার্ড বা অন্য যা কিছু হোক না কেন। এতে হোম লোনের পেমেন্ট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
অটোমেটিক পেমেন্ট: পেমেন্ট অভ্যাস গড়ে তোলার কার্যকরী উপায়। এতে লোন শোধ করা নিয়ে ভাবতে হবে না। বেতন ঢুকলে ব্যাঙ্ক তা থেকে ইএমআই-এর টাকা অটোমেটিক কেটে নেবে। ঋণদাতার কাছ থেকে জরিমানাও গুণতে হবে না। বেতন পাওয়ার তারিখে অটোমেটিক হোম লোন পেমেন্ট সেট আপ করা যায়।
বোনাস বরাদ্দ: দ্রুত হোম লোন শোধ করার জন্য উইন্ডফল, ট্যাক্স রিফান্ড, কাজের বোনাস বা কোনো অপ্রত্যাশিত আর্থিক লাভ বরাদ্দ করা যায়। এটাও কার্যকরী উপায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নিজের বাড়ির স্বপ্ন! দ্রুত হোম লোন শোধ করবেন কীভাবে? রইল ৫ উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement