নতুন বছরে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান? জ্বালানি খরচ কমাবেন কীভাবে? রইল হিসেবনিকেশের পদ্ধতি!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
পেট্রোল খরচ কমিয়ে কীভাবে লং ড্রাইভে বেরনো যায় তার উপায় জানিয়ে দেওয়া হল এখানে।
#কলকাতা: হাতে সময় পেলেই গাড়ি নিয়ে লং ড্রাইভ! বন্ধু-বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা আর কিশোর কুমারের গান। এই তো জীবন কালীদা! নতুন বছর প্রায় আগতপ্রায়। হাতে বেশ কয়েকটা ছুটি রয়েছে। লং ড্রাইভে বেরিয়ে পড়ার এই তো সময়।
কিন্তু সমস্যা হল জ্বালানির খরচ। পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। এই অবস্থায় রোড ট্রিপ করতে গেলে যে পকেট থেকে বাড়তি টাকা খসবে তাতে কোনও সন্দেহ নেই। তবে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, এমন উপায় আছে। পেট্রোল খরচ কমিয়ে কীভাবে লং ড্রাইভে বেরনো যায় তার উপায় বাতলে দেওয়া হল এখানে।
advertisement
advertisement
রোড ট্রিপে কত খরচ হওয়া উচিত: কত দূরে যাচ্ছেন তার উপরেই এর উত্তর নির্ভর করবে। যদি একটা রাজ্যের সীমানা অতিক্রম করলে বেশি খরচ হয় না। কিন্তু একসঙ্গে পাঁচটা রাজ্য অতিক্রম করে যেতে চাইলে সঙ্গে মোটা টাকা নিয়ে বেরনো উচিত।
জ্বালানি খরচ: রোড ট্রিপে বেরোলে জ্বালানির খরচই সবচেয়ে বেশি হয়। সেটা কত? বের করার জন্য একটা সরল প্রক্রিয়া আছে। সেটা জানলে আর্থিক প্রস্তুতি নেওয়া সহজ হয়। প্রথমে দেশে পেট্রোল ডিজেলের দাম কত করে চলছে, সেটা দেখে নিতে হবে। মাথায় রাখতে হবে, ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স আলাদা আলাদা হওয়ায় জ্বালানির দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। ভ্রমণের খরচ কমাতে যেখানে জ্বালানির দাম কম সেখান থেকে পেট্রোল কেনা উচিত।
advertisement
২০১৭-র জুন থেকে 'ডাইনামিক ফুয়েল প্রাইস মেথডলজি' নামক একটি নতুন ফর্ম্যাটে পেট্রোল এবং ডিজেলের খরচ গণনা করা হয়। যা বিশ্বব্যাপী মূল্য, রুপি থেকে ডলারের বিনিময় হার, আন্তর্জাতিক জ্বালানি বাজারে বাণিজ্য কার্যকলাপের চাহিদা বিবেচনা করে তৈরি করা হয়।
advertisement
মাইলেজ দেখা: পরবর্তী ধাপ হল মাইলেজ দেখে রাখা। এটা খুব সাধারণ ব্যাপার। একটা গাড়ি কী পরিমাণ জ্বালানিতে কত দূরত্ব অতিক্রম করে সেটা এ থেকে স্পষ্ট বোঝা যায়। সবশেষে একটা ক্যালকুলেটর নিয়ে কয়েকটা অঙ্ক কষে নেওয়া। রাউন্ড ট্রিপ দূরত্বকে ফুয়েল এফিসিয়েন্সি দিয়ে গুণ করে জাতীয় গড় জ্বালানি মূল্য যোগ করলেই কত খরচ হতে পারে তার ধারণা পাওয়া যাবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 2:04 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বছরে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান? জ্বালানি খরচ কমাবেন কীভাবে? রইল হিসেবনিকেশের পদ্ধতি!