SBI, PNB-সহ অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে দিনে কত টাকা তুলতে পারবেন ? জেনে নিন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কোন ব্যাঙ্কের এটিএম থেকে একদিনে কত টাকা তোলা যেতে পারে ৷
#নয়াদিল্লি: এখন প্রায় সকলেই টাকা তোলার জন্য এটিএম ব্যবহার করে থাকে ৷ কিন্তু কোন এটিএম থেকে কত টাকা তোলা যাবে সেটা জেনে রাখাও অত্যন্ত জরুরি ৷ এটিএম থেকে ক্যাশ (ATM Transactions Limit)তোলার ক্ষেত্রে প্রত্যেক ব্যাঙ্কের আলাদা আলাদা নিয়ম হয় ৷ দেখে নিন কোন ব্যাঙ্কের এটিএম থেকে একদিনে কত টাকা তোলা যেতে পারে ৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India ATM)-দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে কমপক্ষে ১০০ টাকা এবং অধিকতম ২০,০০০ টাকা তোলা যাবে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ১৮ ধরনের কার্ড দেওয়া হয়ে থাকে ৷ SBI/ATM কার্ড থেকে ফরেন কারেন্সি ডেবিট কার্ড সহ একাধিক কার্ড রয়েছে ব্যাঙ্কের ৷ প্রত্যেক কার্ডে ক্যাশ তোলার লিমিট আলাদা আলাদা হয়
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- এই ব্যাঙ্কের প্ল্যাটিনাম ও রুপে কার্ডে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তোলা যাবে ৷ মাস্টার বা ক্লাসিক রুপে কার্ডে একদিনে ২৫ হাজার টাকা ক্যাশ তোলা যাবে ৷
advertisement
আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank ATM)- ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, প্ল্যাটিনাম চিপ কার্ডের মাধ্যমে দিনে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ তোলা যাবে ৷ Visa সিগনেচার ডেবিট কার্ডের মাধ্যমে ১.৫ লক্ষ টাকা তুলতে পারবেন ৷
advertisement
HDFC Bank এর প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকা প্রতিদিন তোলা যাবে ৷
সম্প্রতি এটিএম সংক্রান্ত নতুন নিয়ম জারি করতে চলেছে আরবিআই ৷ তুন নিয়মে বলা হয়েছে এবার থেকে এটিএমে ক্যাশ শেষ হয়ে গেলে ব্যাঙ্কের থেকে জরিমানা নেওয়া হবে ৷ অনেক সময়ই দেখা গিয়েছে এটিএমে ক্যাশ না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ এই অসুবিধায় যাতে আর না পড়তে হয় এবং এটিএমে যাতে সব সময় ক্যাশ থাকে সেই উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছে আরবিআই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2021 5:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI, PNB-সহ অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে দিনে কত টাকা তুলতে পারবেন ? জেনে নিন...