Facebook-Jio Deal| Jio ধামাকা! কী ভাবে ভারতে আরও গ্রাহক বাড়াচ্ছে জিও, জেনে নিন...

Last Updated:

রিলায়েন্স জিও ইনফোকম-র এই মুহূর্তে গ্রাহক সংখ্যা ৩৮ কোটির বেশি৷ একই ভাবে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলির মধ্যে অন্যতম ভারতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের গ্রাহকও প্রচুর৷

#মুম্বই: Jio প্ল্যাটফর্মে ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা লগ্নি করবে ফেসবুক৷ আজ অর্থাত্‍ বুধবারই এই মেগা ডিলের ঘোষণা করেছে দুই সংস্থা৷ জিও প্ল্যাটফর্ম মানে জিও-র সব ডিজিটাল অ্যাপ, ডিজিটাল ইকোসিস্টেম ও ভআরতের সবচেয়ে স্পিডের ইন্টারনেট এক ছাতার তলায়৷ ২০১৬ সালে লঞ্চ করার পরে মাত্র ৩ বছরের মধ্যে দেশের এক নম্বর মোবাইল নেটওয়ার্ক৷
রিলায়েন্স জিও ইনফোকম-র এই মুহূর্তে গ্রাহক সংখ্যা ৩৮ কোটির বেশি৷ একই ভাবে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলির মধ্যে অন্যতম ভারতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের গ্রাহকও প্রচুর৷
তথ্য বলছে, বিশ্বে সবচেয়ে বেশি ফেসবুক ইউজার ভারতেই রয়েছে৷ গত জানুয়ারি মাস পর্যন্ত প্রায় ২৬ কোটি ভারতবাসী ফেসবুক ইউজার৷ ভারতের পরেই ফেসবুক ব্যবহারে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ১৮ কোটি মানুষ সে দেশে ফেসবুক ব্যবহার করেন৷এছাড়াও ফেসবুকের হোয়াটসঅ্যাপ-এর ব্যবহারও ভারতে একচেটিয়া৷ হোয়াটসঅ্যাপ-এ বিশ্বের বৃহত্তম বাজার ভারতেই৷ গত ৫ বছরে ভারতে ৫৬ কোটি মানুষের হাতে ইন্টারনেট পৌঁছেছে৷ অতএব বোঝাই যাচ্ছে, জিও ও ফেসবুকের এই চুক্তি দেশের ডিজিটাল দুনিয়ায় আরও নয়া বিপ্লব আনতে চলেছে৷
advertisement
advertisement
মূলত ভারতের ৬ কোটি ক্ষুদ্র, মাঝারি ব্যবসা, ১২ কোটি চাষি, ৩০ কোটি ছোট ব্যবসায়ী ও অসংগঠিত ক্ষেত্রে অগণিত ছোট সংস্থাকেই মূল টার্গেট করা হচ্ছে ফেসবুক ও জিও চুক্তিতে৷
কারণ, বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস পরবর্তী সময়ে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ডিজিটালই অত্যাবশ্যক৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Facebook-Jio Deal| Jio ধামাকা! কী ভাবে ভারতে আরও গ্রাহক বাড়াচ্ছে জিও, জেনে নিন...
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement