৮০-৯০% ডিসকাউন্ট তো লুফে নিচ্ছেন, কিন্তু সংস্থাগুলি সত্যিই ছাড় দিচ্ছে? জেনে নিন আসল সত্যিটা

Last Updated:

এই ডিসকাউন্ট অফার পাওয়া যায় Flipkart, Amazon এবং Myntra-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মে।

কলকাতা: প্রতি বার উৎসবের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি অনলাইন প্ল্যাটফর্ম গ্রাহকদের বিশাল পরিমাণ ছাড় দেয়। এই ছাড়ের পরিমাণ ৮০-৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। আর এই ডিসকাউন্ট অফার পাওয়া যায় Flipkart, Amazon এবং Myntra-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মে। শুধুমাত্র অনলাইনেই নয়, অফলাইন মোডেও ছাড় পান গ্রাহকরা।
এমতাবস্থায় অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায়। আর সেটা হল, এমনটা ঘটে কীভাবে? অনেকেই মনে করেন যে, কোম্পানিগুলি নিজেদের ক্ষতি করে গ্রাহকদের উপকৃত করছে। বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। তাহলে এমনটা কেন করে সংস্থাগুলি?
advertisement
advertisement
তাৎক্ষণিক ভাবে ক্ষতির সম্মুখীন হলেও ভবিষ্যতে বিপুল মুনাফা অর্জনের জন্য সংস্থাগুলি এমনটা করে থাকে। তবে এই বিষয়টার মাধ্যমে গ্রাহকদের মধ্যে একটি বিভ্রম তৈরি করা হয়। যার ফলে গ্রাহকদের মনে হয় যে, তাঁরা বিপুল ছাড়ে পণ্য পাচ্ছেন। কিন্তু আসলে এমনটা হয় না। কারণ সংস্থাগুলি নিজেদের মুনাফা রেখেই দাম কমায়।
প্রথমে লোকসান তারপর লাভ:
কিছু নতুন কোম্পানি বা অনলাইন প্ল্যাটফর্ম গ্রাহকদের আকৃষ্ট করতে কিছু লোকসানে পণ্য বিক্রয় করে। আসলে সংস্থাগুলি জানে যে, গ্রাহকরা একবার সেই সব পণ্যের স্বাদ পেয়ে গেলেই তা থেকে সহজে নিজেদের মুনাফা অর্জন করতে পারবে।
advertisement
বেশি পণ্য বিক্রয় করে লাভ:
মুনাফা অর্জনের দুটি উপায় রয়েছে। প্রথমটি হল, কম পরিমাণ পণ্য বেশি দামে বিক্রি করে দেওয়া। আর দ্বিতীয়টি হল, পণ্যের দাম নির্ধারণ করে বেশি বিক্রি করা। এখানে আর একটি কৌশল রয়েছে। সেটি হল- দাম কমিয়ে আপনি বিপুল সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করা। যেহেতু উৎসবের সময় গ্রাহকরা বেশি পরিমাণে কেনাকাটা করেন, তাই এটা সম্ভব হয়। কম দামে বিক্রি করেও শেষ পর্যন্ত লাভ হয়। প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করলে শুধুমাত্র কোম্পানির মুনাফা আসে না, তার সঙ্গে কিন্তু বিক্রেতার মুনাফাও বৃদ্ধি করে।
advertisement
কোম্পানি এবং প্ল্যাটফর্মের মধ্যে যোগ:
প্ল্যাটফর্ম এবং বিক্রয়কারী উভয়ই গ্রাহকদের ডিসকাউন্ট দিতে জোট বাঁধে। যেখানে প্ল্যাটফর্মগুলি নিজেদের কমিশন কমিয়ে দেয়, আর সেখানে বিক্রেতারা নিজেদের পণ্য বিক্রির জন্য ডিসকাউন্ট অফার করে। তবে এই ডিসকাউন্ট সংখ্যায় সীমিত। কিন্তু দুই দিক থেকে ছাড় পেলে তা বড় ব্যাপারে পরিণত হয়।
শুধুমাত্র চড়া দামে পণ্য বিক্রি:
অনেক সময় কোম্পানিগুলো দামের বিভ্রমও তৈরি করে। তারা বেশি দামে পণ্য বাজারে আনে এবং তার পরে সেই পণ্যের উপর ছাড় দাবি করে। এটাকে এক ধরনের ছল বলা যায়। আসলে যেহেতু পণ্যের এমআরপি বেশি রাখা থাকে, তাই গ্রাহকরা সেটা বুঝতে পারেন না। তাঁদের মনে হয় যে, ছাড় দেওয়া হচ্ছে। এই সমস্ত কারণ মিলিয়েই এক-একটা পণ্যে ৮০-৯০ শতাংশ পর্যন্ত ছাড় মেলে।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৮০-৯০% ডিসকাউন্ট তো লুফে নিচ্ছেন, কিন্তু সংস্থাগুলি সত্যিই ছাড় দিচ্ছে? জেনে নিন আসল সত্যিটা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement