#নয়াদিল্লি: ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payment Interface/UPI) একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম ৷ দেশের যে কোনও ইউপিআই অ্যাপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ এর অর্থাৎ অনলাইন বা অফলাইন মার্চেন্টকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকা বাধ্যতামূলক ৷ কিন্তু একটা উপায় রয়েছে যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ এবং পরে বকেয়া টাকা ফেরত দিতে পারবেন ৷
ICICI PayLater- আইসিআইসিআই ব্যাঙ্কে পে লেটার অ্যাকাউন্ট (ICICI PayLater) এর মাধ্যমে আপনি ইউপিআই কিউআর কোড স্ক্যান করে মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন ৷ এই পরিষেবা প্রায় ক্রেডিট কার্ডের মতো ৷ পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমে খরচ করতে পারবেন এবং পরে ব্যাঙ্ককে এই পেমেন্ট করতে পারবেন ৷
কে কে পাবেন এই সুবিধা ? পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে সেই মার্চেন্টকে পেমেন্ট করা হয় যে ইউপিআই বা ICICI ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট নেয় ৷ ইউপিআই পদ্ধতির মাধ্যমে অ্যামাজন, পেটিএম, মোবিক্যুইক, ফিউচার পে, ফ্লিপকার্ট. ফোনপে বড় অনলাইন মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন ৷ এছাড়া ইউপিআই QR কোড স্ক্যান করে আপনার আশপাশের ছোট দোকানগুলিকে পেমেন্ট করতে পারবেন ৷ PayLater অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট বা পার্সন টু পার্সন (P2P) ফান্ড ট্রান্সফার করতে পারবেন না ৷ epaylater
এই ধরনের সুবিধা epaylater নামের স্টার্ট আপ IDFC Bank এর সঙ্গে মিলে শুরু করে দিয়েছে ৷ epaylater মাধ্যমে সিলেক্টেড মার্চেন্টকে ইউপিআই আইডি-এর মাধ্যমে ইউপিআই ক্যুয়ার কোড স্ক্যান করে পেমেন্ট করা যেতে পারবে ৷ epaylater অ্যাকাউন্টে যে কোনও ব্যাঙ্কের কাস্টোমার অ্যাক্টিভেট করতে পারবেন ৷ করোনাকালে এই সংস্থা ক্রেডিটের সুবিধা বন্ধ করে দিয়েছে ৷
সম্প্রতি হায়দরাবাদের সংস্থা Vivifi India Finance ফ্লেক্সপে লঞ্চ করেছে যা ইউপিআই-এ ক্রেডিটের অনুমতি দিয়ে থাকে ৷ ফ্লেক্সপে-এর গ্রাহকরা পরে সংস্থার বকেয়া মিটিয়ে দিতে পারে ৷
মনিটেপও তাদের গ্রাহকদের ক্রেডিট অন ইউপিআই-এর সুবিধা দিয়ে থাকে ৷ গ্রাহকরা তাদের ক্রেডিট লাইনের ব্যবহার অনলাইন ও অফলাইন ইউপিআই পেমেন্টের জন্য করতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digital Payment