ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও এই ভাবে করতে পারবেন পেমেন্ট!

Last Updated:

একটা উপায় রয়েছে যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ এবং পরে বকেয়া টাকা ফেরত দিতে পারবেন ৷

#নয়াদিল্লি: ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payment Interface/UPI) একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম ৷ দেশের যে কোনও ইউপিআই অ্যাপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ এর অর্থাৎ অনলাইন বা অফলাইন মার্চেন্টকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকা বাধ্যতামূলক ৷ কিন্তু একটা উপায় রয়েছে যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন ৷ এবং পরে বকেয়া টাকা ফেরত দিতে পারবেন ৷
ICICI PayLater- আইসিআইসিআই ব্যাঙ্কে পে লেটার অ্যাকাউন্ট (ICICI PayLater) এর মাধ্যমে আপনি ইউপিআই কিউআর কোড স্ক্যান করে মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন ৷ এই পরিষেবা প্রায় ক্রেডিট কার্ডের মতো ৷ পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমে খরচ করতে পারবেন এবং পরে ব্যাঙ্ককে এই পেমেন্ট করতে পারবেন ৷
কে কে পাবেন এই সুবিধা ?
পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে সেই মার্চেন্টকে পেমেন্ট করা হয় যে ইউপিআই বা ICICI ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট নেয় ৷ ইউপিআই পদ্ধতির মাধ্যমে অ্যামাজন, পেটিএম, মোবিক্যুইক, ফিউচার পে, ফ্লিপকার্ট. ফোনপে বড় অনলাইন মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন ৷ এছাড়া ইউপিআই QR কোড স্ক্যান করে আপনার আশপাশের ছোট দোকানগুলিকে পেমেন্ট করতে পারবেন ৷ PayLater অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট বা পার্সন টু পার্সন (P2P) ফান্ড ট্রান্সফার করতে পারবেন না ৷
advertisement
advertisement
epaylater
এই ধরনের সুবিধা epaylater নামের স্টার্ট আপ IDFC Bank এর সঙ্গে মিলে শুরু করে দিয়েছে ৷ epaylater মাধ্যমে সিলেক্টেড মার্চেন্টকে ইউপিআই আইডি-এর মাধ্যমে ইউপিআই ক্যুয়ার কোড স্ক্যান করে পেমেন্ট করা যেতে পারবে ৷ epaylater অ্যাকাউন্টে যে কোনও ব্যাঙ্কের কাস্টোমার অ্যাক্টিভেট করতে পারবেন ৷ করোনাকালে এই সংস্থা ক্রেডিটের সুবিধা বন্ধ করে দিয়েছে ৷
advertisement
সম্প্রতি হায়দরাবাদের সংস্থা Vivifi India Finance ফ্লেক্সপে লঞ্চ করেছে যা ইউপিআই-এ ক্রেডিটের অনুমতি দিয়ে থাকে ৷ ফ্লেক্সপে-এর গ্রাহকরা পরে সংস্থার বকেয়া মিটিয়ে দিতে পারে ৷
মনিটেপও তাদের গ্রাহকদের ক্রেডিট অন ইউপিআই-এর সুবিধা দিয়ে থাকে ৷ গ্রাহকরা তাদের ক্রেডিট লাইনের ব্যবহার অনলাইন ও অফলাইন ইউপিআই পেমেন্টের জন্য করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও এই ভাবে করতে পারবেন পেমেন্ট!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement