বাঙালির জন্য সুখবর, এবার জিও ফাইবার গ্রাহকদের হাতের মুঠোয় হইচই
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
সংস্থা সূত্রে খবর, অন্তত ২০০০ ঘণ্টা সময়ের কন্টেন্ট পাওয়া যাবে এখানে।
#কলকাতা: আপনি বাঙালি? ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নেশায় মশগুল? তাহলে এই সুসংবাদ আপনার জন্যে। হইচইয়ের সমস্ত কন্টেন্ট এবার নিখরচায় দেখতে পারবেন জিও ফাইবারের গ্রাহকরা। জিও ফাইবারের সিলভার প্ল্যান বা তার থেক অধিক মূল্যের যে প্ল্যানগুলি রয়েছে তার সবেতেই এই ওটিটি পাওয়া যাবে। সংস্থা সূত্রে খবর, অন্তত ২০০০ ঘণ্টা সময়ের কন্টেন্ট পাওয়া যাবে এখানে। উল্লেখ্য জিও টিভি অ্যাপের ব্যবহারকারীরাও হইচইয়ের অরিজিনাল সিরিজগুলি দেখতে পারবেন এবার থেকে।
বেশ কিছু ব্লকবাস্টার দিয়ে সাজানো হইচইয়ের পসরা। তার মধ্যে রয়েছে দ্বিতীয় পুরুষ, লাভ আজকাল পরশু, নগরকীর্তন, কন্ঠ, ভিঞ্চিদা, শাহজাহান রিজেন্সির মতো ছবি। করয়েছে স্বর্ণযুগের সেরা ছবির ভাণ্ডার। এবার এই গোটা বিষয়টি হাতে আসছে হইচইয়ের।
এছাড়া সম্প্রতি হইচই তাদের পরিষেবায় নতুন করে ফার্স্ট ডে ফার্স্ট শো নামক একটি সেগমেন্ট এনেছে। যেখানে থিয়েটারে রিলিজ হওয়া ছবি নয়, আনকোরা ছবিই মুক্তি পাবে। ১৪ অগাস্ট রবীন্দ্রনাথের 'ডিটেক্টিভ' গল্পটি অবলম্বনে একটি ছবি মুক্তি পেয়েছে সেখানে. এই ছবিটিও দেখার সুযোগ পাচ্ছেন জিও ফাইবারের গ্রাহকরা।
advertisement
advertisement
সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা এদিন এ প্রসঙ্গে বলেন," আমাদের গাঁটছড়ার ফলে জিও ফাইবার গ্রাহকরা হইচইয়ের সমস্ত কনটেন্ট দেখতে পারবেন। এছাড়া বেশ কিছু কন্টেন্ট পাবেন জিওটিভি অ্যাপের গ্রাহকরা। আশা করছি, এর ফলে সিনেমার দর্শক আরও বাড়বে।আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব আমরা। "
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2020 11:05 PM IST