ফের দাম বাড়ল পেঁয়াজের, দেখে নিন কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: ফের দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের ৷ দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে পেঁয়াজের ৷ অসময়ে বৃষ্টি ও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকায় পেঁয়াজের দাম প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে ৷ বছরের শুরুতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২৫-৩০ টাকা কিলো হিসেহে ৷ অথচ শুক্রবার দিল্লি ও মুম্বইয়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকা কিলো হিসেবে ৷
দিল্লির গাজিপুর মান্ডিতে সাধারণত পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কিলো হিসেবে বিক্রি হয় ৷ বর্তমানে যা ৪০ থেকে ৪৫ টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে৷ নতুন পেঁয়াজ মার্চের প্রথম সপ্তাহে আসতে শুরু করে দেবে ৷ এরপর কিছুটা হলেও দাম কমবে ৷ বিশেষজ্ঞদের মতে মার্চের পর পেঁয়াজের দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দেশের সবচেয়ে বড় পেঁয়াজ মান্ডি লাসলগাঁও এপিএমসি-তে পেঁয়াজের রেট গত ১০ দিনে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে ৷
advertisement
কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ১১ জানুয়ারি ২০২১-এ হায়দরাবাদে ১ কিলো পেঁয়াজের দাম ৩৪ টাকা ছিল যা এখন ২৬ টাকা বেড়ে ৬০ টাকা হয়ে গিয়েছে ৷ ১১ জানুয়ারির তুলনায় ১১ ফেব্রুয়ারি দিল্লিতে পেঁয়াজের দাম ১৯ টাকা, মীরটে ২০ টাকা, মু্ম্বইয়ে ১৪ টাকা, শিলঙে ১০ টাকা বেড়েছে ৷ অন্যদিকে নাসিক, রাজকোট, কলকাতা ও নাগপুরে পেঁয়াজের দাম ১৫ টাকা প্রতি কিলো বেড়েছে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2021 7:31 PM IST