নতুন বাইক-স্কুটার কিনতে খসবে বাড়তি টাকা, দাম বাড়ল হিরো মোটোকর্পের!

Last Updated:

এর আগে, চলতি বছরের ১ এপ্রিল এক দফা দাম বাড়িয়েছিল দেশের শীর্ষ বাইক নির্মাণকারী সংস্থা। ২ মাসের মধ্যে ফের দাম বাড়ল।

কলকাতা: দাম বাড়ল স্কুটার এবং মোটরসাইকেলের। নতুন বাইক কিনতে গেলে এখন পকেট থেকে খসবে বাড়তি টাকা। দেশের শীর্ষ বাইক নির্মাণকারী সংস্থা হিরো মোটোকর্প তাদের স্কুটার এবং মোটরসাইকেলের উপর ১.৫ শতাংশ দাম বৃদ্ধির ঘোষণা করেছে। সোমবার থেকেই কার্যকর হয়েছেনতুন দাম।
বাইক তৈরিতে খরচ বাড়ায় দাম বৃদ্ধি করতে হচ্ছে বলে জানিয়েছে হিরো মোটোকর্প। এর আগে, চলতি বছরের ১ এপ্রিল এক দফা দাম বাড়িয়েছিল দেশের শীর্ষ বাইক নির্মাণকারী সংস্থা। ২ মাসের মধ্যে ফের দাম বাড়ল।
কোম্পানির তরফে জানানো হয়েছে, ইনপুট কস্টের চাপ এবং ব্যবসায়িক কারণে দাম বৃদ্ধি করা ছাড়া উপায় ছিল না। তাই দু’মাস আগে গাড়ির দাম ২ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছিল হিরো। এরপর নির্দিষ্ট কিছু মডেলের দাম বাড়ানো হয়।
advertisement
advertisement
হিরো মোটোকর্পের আশা, দেশের বেশিরভাগ অংশে যেহেতু স্বাভাবিক বর্ষা নেমেছে, তাই অর্থনৈতিক সূচকগুলি ফের শক্তিশালী হবে। এতে যানবাহনের চাহিদা বাড়তে পারে। তাছাড়া উৎসবের মরশুমেও বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি স্বল্পমূল্যের বিভাগে প্যাশন প্লাস লঞ্চ করেছে হিরো মোটোকর্প। এর সঙ্গে প্রিমিয়াম সেগমেন্টে নিয়ে এসেছে এক্সট্রিম ১৬০ ৪ভি। এক্সট্রিম ১৬০আর ৪ভি-র দাম ১,২৭,৩০০ টাকা (এক্স শোরুম) থেকে শুরু। তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
advertisement
চলতি বছরে বেশ কিছু নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা রয়েছে হিরো মোটোকর্পের। এর মধ্যে Karizma XMR 210 অন্যতম। কোম্পানি ১৬০ সিসি এবং তার উপরের ক্যাটাগরিতে নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। প্রতি তিন মাস অন্তর তাই নতুন মডেল আনার পরিকল্পনাও রয়েছে হিরো মোটোকর্পের।
advertisement
সম্প্রতি কোম্পানির সিইও নিরঞ্জন গুপ্তা একথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, হিরো মোটোকর্প প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি নতুন পণ্য লঞ্চ করবে। প্রিমিয়াম পণ্য তৈরির জন্য ইতিমধ্যেই হার্লে ডেভিডসনের সঙ্গে চুক্তি করেছে তারা। এই সেগমেন্টে Baja-Triumph-এর সঙ্গে তাদের মূল প্রতিযোগিতা। পাশাপাশি চলতি পণ্যগুলির আপডেট সংস্করণ আনার পরিকল্পনাও রয়েছে হিরো মোটোকর্পের।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বাইক-স্কুটার কিনতে খসবে বাড়তি টাকা, দাম বাড়ল হিরো মোটোকর্পের!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement