Income Tax raid at Hero MotoCorp: হিরো মোটোকর্পের চেয়ারম্যানের বাড়ি, অফিসে আয়কর হানা! পড়ল শেয়ার দর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হরিয়ানা, দিল্লি এবং আরও বেশ কয়েকটি শহরে পবন মুঞ্জালের বাড়ি এবং অফিসে একযোগে তল্লাশি চালানো হয় (Income Tax raid at Hero MotoCorp)৷
#দিল্লি: হিরো মোটোকর্পের (Hero Motocorp) চেয়ারম্যান পবন মুঞ্জলের অফিস এবং বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালালো আয়কর দফতর৷ সংস্থার শীর্ষ পদাধিকারীদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে৷ আয়কর ফাঁকি (Income Tax Raid) দেওয়ার অভিযোগেই এই তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে৷
হরিয়ানা, দিল্লি এবং আরও বেশ কয়েকটি শহরে পবন মুঞ্জালের বাড়ি এবং অফিসে একযোগে তল্লাশি চালানো হয়৷ সংস্থার আর্থিক এবং ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিও খতিয়ে দেখেন আয়কর দফতরের আধিকারিকরা৷
advertisement
আয়কর দফতরের একটি সূত্রের দাবি, পবন মুঞ্জল এবং সংস্থার পদাধিকারীদের বাড়ি ও অফিস মিলিয়ে প্রায় এক ডজন জায়গায় তল্লাশি চালানো হয়৷ কর ফাঁকি দেওয়ার সন্দেহ থেকেই এই তল্লাশি অভিযান চালানো হয়৷
advertisement
যদিও এই ঘটনার পর হিরো মোটোকর্প-এর পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে আয়কর হানার জেরে সংস্থার শেয়ার দর প্রায় দেড় শতাংশ পড়ে যায়৷ পবন মুঞ্জলের নেতৃত্বে এই মুহূর্তে এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার প্রায় চল্লিশটি দেশে ব্যবসার বিস্তার ঘটিয়েছে হিরো মোটোকর্প৷ ভারতে মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ বাজারই হিরোর দখলে রয়েছে৷ যদিও ফেব্রুয়ারি মাসে সংস্থার বিক্রি প্রায় ২৯ শতাংশ কমে গিয়েছিল৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 9:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax raid at Hero MotoCorp: হিরো মোটোকর্পের চেয়ারম্যানের বাড়ি, অফিসে আয়কর হানা! পড়ল শেয়ার দর