Income Tax raid at Hero MotoCorp: হিরো মোটোকর্পের চেয়ারম্যানের বাড়ি, অফিসে আয়কর হানা! পড়ল শেয়ার দর

Last Updated:

হরিয়ানা, দিল্লি এবং আরও বেশ কয়েকটি শহরে পবন মুঞ্জালের বাড়ি এবং অফিসে একযোগে তল্লাশি চালানো হয় (Income Tax raid at Hero MotoCorp)৷

হিরো মোটোকর্পের একাধিক অফিসে আয়কর দফতরের তল্লাশি৷ Photo-ANI
হিরো মোটোকর্পের একাধিক অফিসে আয়কর দফতরের তল্লাশি৷ Photo-ANI
#দিল্লি: হিরো মোটোকর্পের (Hero Motocorp) চেয়ারম্যান পবন মুঞ্জলের অফিস এবং বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালালো আয়কর দফতর৷ সংস্থার শীর্ষ পদাধিকারীদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে৷ আয়কর ফাঁকি (Income Tax Raid) দেওয়ার অভিযোগেই এই তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে৷
হরিয়ানা, দিল্লি এবং আরও বেশ কয়েকটি শহরে পবন মুঞ্জালের বাড়ি এবং অফিসে একযোগে তল্লাশি চালানো হয়৷ সংস্থার আর্থিক এবং ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিও খতিয়ে দেখেন আয়কর দফতরের আধিকারিকরা৷
advertisement
আয়কর দফতরের একটি সূত্রের দাবি, পবন মুঞ্জল এবং সংস্থার পদাধিকারীদের বাড়ি ও অফিস মিলিয়ে প্রায় এক ডজন জায়গায় তল্লাশি চালানো হয়৷ কর ফাঁকি দেওয়ার সন্দেহ থেকেই এই তল্লাশি অভিযান চালানো হয়৷
advertisement
যদিও এই ঘটনার পর হিরো মোটোকর্প-এর পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে আয়কর হানার জেরে সংস্থার শেয়ার দর প্রায় দেড় শতাংশ পড়ে যায়৷ পবন মুঞ্জলের নেতৃত্বে এই মুহূর্তে এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার প্রায় চল্লিশটি দেশে ব্যবসার বিস্তার ঘটিয়েছে হিরো মোটোকর্প৷ ভারতে মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ বাজারই হিরোর দখলে রয়েছে৷ যদিও ফেব্রুয়ারি মাসে সংস্থার বিক্রি প্রায় ২৯ শতাংশ কমে গিয়েছিল৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax raid at Hero MotoCorp: হিরো মোটোকর্পের চেয়ারম্যানের বাড়ি, অফিসে আয়কর হানা! পড়ল শেয়ার দর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement