চিনের সঙ্গে বাণিজ্যনীতি শিথিলের পথে ভারত? ট্রাম্পের অবস্থান মোকাবিলায় অর্থনীতি ও কৌশলের ভারসাম্যে নতুন সমীকরণ ভাবছে নয়াদিল্লি

Last Updated:

চিনের সংস্থাগুলির উপর ২০২০-পরবর্তী বিধিনিষেধ শিথিলের পথে মোদি সরকার, অর্থনৈতিক প্রয়োজন ও কর্মসংস্থানে জোর, তবে টেলিকম ও প্রতিরক্ষা খাতে কড়া নিয়ন্ত্রণ বজায় থাকবে।

News18
News18
চিনের সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে ফের বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে ভারত। অর্থনৈতিক প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত ও কড়া অবস্থানের মোকাবিলায় কৌশলগত পুনর্বিবেচনায় নামছে নয়াদিল্লি—এমনই ইঙ্গিত মিলেছে সরকারি মহলে।
২০২০ সালের পর চিনা সংস্থাগুলির উপর আরোপিত একাধিক বিধিনিষেধ শিথিল করার বিষয়টি নতুন করে ভাবছে মোদি সরকার। এক শীর্ষ সরকারি আধিকারিকের দাবি, জাতীয়তাবাদের বদলে এখন অর্থনৈতিক প্রভাব, কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধির দিকেই বেশি নজর দিচ্ছে সরকার। সংবাদমাধ্যম মানিকন্ট্রোলকে ওই সূত্র জানিয়েছে, ২০২০ সালের পর থেকে চিনা সংস্থাগুলির বিনিয়োগ এবং সরকারি ক্রয়ে অংশগ্রহণ কার্যত বন্ধ ছিল। তবে এখন যে বিনিয়োগে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশীয় সক্ষমতা বাড়বে, তা স্বাগত জানানো উচিত—এমন মত গড়ে উঠছে প্রশাসনের ভিতরে।
advertisement
advertisement
তবে টেলিকম, প্রতিরক্ষা ও কৌশলগত পরিকাঠামোর মতো সংবেদনশীল ক্ষেত্রে চিনা সংস্থার প্রবেশে এখনও কড়া নিয়ন্ত্রণ বজায় থাকবে। সূত্রের খবর, অ-কৌশলগত ক্ষেত্রগুলিতে চিনা সংস্থার সরকারি ক্রয়ে অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে, যাতে পুঁজি প্রবাহ বাড়ে এবং প্রযুক্তিগত সক্ষমতা জোরদার হয়, পাশাপাশি জাতীয় স্বার্থও সুরক্ষিত থাকে।
advertisement
বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) নীতিতেও ছাড়ের সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে জারি হওয়া প্রেস নোট ৩ অনুযায়ী, ভারতের সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলির থেকে আসা বিনিয়োগে আগাম সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছিল। এখন সেই নিয়ম কিছু ক্ষেত্রে শিথিল হতে পারে বলে ইঙ্গিত। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সব রকম সুরক্ষা তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে না। তবে যেসব ক্ষেত্রে ভারত বিনিয়োগ ও প্রযুক্তির প্রয়োজন অনুভব করছে—বিশেষ করে নবীকরণযোগ্য শক্তি ও উৎপাদন শিল্পে—সেখানে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার দেওয়া হতে পারে।
advertisement
সরকারি চুক্তিতেও চিনা সংস্থার অংশগ্রহণে যে বিধিনিষেধ ছিল, তা শিথিল করার প্রস্তুতি চলছে বলে সূত্রের দাবি। এতে বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবিত হবে এবং প্রকল্প বাস্তবায়নে দেরির সমস্যাও কিছুটা কমবে। এক শীর্ষ আধিকারিকের মতে, যদি এমন পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়, যা দেশেই তৈরি করা সম্ভব, তবে কর্মসংস্থান হারাতে হয়। তাছাড়া তৃতীয় দেশ—যেমন জাপান বা মরিশাস—হয়ে পুঁজি প্রবেশ ইতিমধ্যেই সম্ভব হচ্ছে, ফলে কেবল জাতীয়তার ভিত্তিতে নিষেধাজ্ঞা কার্যত অকার্যকর হয়ে পড়ছে।
advertisement
তবে কৌশল ও নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার কথাও স্পষ্ট করেছে সরকার। ডেটা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও কৌশলগত খাতে কঠোর নজরদারি থাকবে। শিল্পমহলের একাংশও মনে করছে, ২০২০-পরবর্তী চিন-সংক্রান্ত বিধিনিষেধে কোনও ছাড় দিলে তা যেন বাছাই করে এবং কড়া নজরদারির মধ্যেই হয়।
এই প্রসঙ্গে CTA Apparels-এর চেয়ারম্যান মুকেশ কানসল বলেন, বস্ত্র ও পোশাক শিল্পে ভারতের চিন-নির্ভরতা মূলত কাঁচামাল ও ইনপুটের ক্ষেত্রে, প্রস্তুত পণ্যে নয়। মানবসৃষ্ট তন্তু, বিশেষ ধরনের সুতো, রং, রাসায়নিক, ট্রিমস ও টেক্সটাইল যন্ত্রাংশে চিনের ওপর নির্ভরতা বেশি, কারণ উৎপাদনের স্কেল, গতি ও খরচে তারা এগিয়ে। চিনা বিনিয়োগে কড়াকড়ির ফলে বিশেষ করে MMF-ভিত্তিক পোশাক প্রস্তুতকারকদের খরচ বেড়েছে এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে। শিল্পমহলের দাবি, পুরোপুরি ছাড় নয়—নিয়ন্ত্রিত ও বাস্তববাদী নীতিই এই মুহূর্তে প্রয়োজন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চিনের সঙ্গে বাণিজ্যনীতি শিথিলের পথে ভারত? ট্রাম্পের অবস্থান মোকাবিলায় অর্থনীতি ও কৌশলের ভারসাম্যে নতুন সমীকরণ ভাবছে নয়াদিল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement