বাজারে উঠল জাফরান আম! আজ কত দাম যাচ্ছে? দেখে নিন

Last Updated:

আমরেলির ইয়ার্ডে জাফরান আমের আগমন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। বিপুল সংখ্যক মানুষ আম কিনতে শুরু করেছেন।

News18
News18
কলকাতা: ইতিমধ্যেই গুজরাতের আমরেলি মার্কেটিং ইয়ার্ডে জাফরান আম ও হাফুস আমের আগমন শুরু হয়ে গিয়েছে। আসলে আমরেলি জেলাকে জাফরান আমের পীঠস্থান হিসেবে বিবেচনা করা হয়। আর আমরেলির ইয়ার্ডে জাফরান আমের আগমন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ আম কিনতে শুরু করেছেন। আমরেলি মার্কেটিং ইয়ার্ডে এক মণ জাফরান আমের দাম ৩,৫০০ টাকা থেকে ৬,১০০ টাকায় উঠেছে।
আমরেলির সর্দার বল্লভভাই কৃষি উৎপাদন বাজার কমিটি ফলের বাজারে ফলের নিলাম করেছে। যার মধ্যে জাফরান আম এবং হাফুস আমের আয় রেকর্ড করা হয়েছিল। জাফরান আমের দাম ৩৫০০ টাকা থেকে ৬১০০ টাকার মধ্যে রেকর্ড করা হয়েছে। মার্কেটিং ইয়ার্ডে ৩ কুইন্টাল জাফরান আমের আয় রেকর্ড করা হয়েছে। জাফরান আমের গড় মূল্য ছিল ৫২০০ টাকা। সেখানে ছিল হাফুস আমও। হাফুস আমের দাম ৩৮০০ টাকা থেকে ৬০০০ টাকার মধ্যে রেকর্ড করা হয়েছিল এবং ২ কুইন্টাল হাফুস আম থেকে আয় হয়েছে। এই আমের গড় দাম ছিল ৫৪০০ টাকা।
advertisement
আরও পড়ুন- KKR হারে কেন? উত্তর দিলেন সৌরভ, সোজা বলে দিলেন, নাইটদের ‘আসল’ ভুল কী!
এদিকে আবার আমরেলি মার্কেটিং ইয়ার্ডে ছোলার দাম ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে রেকর্ড করা হয়েছিল। সেখানে ১৫ কুইন্টাল থেকে আয় হয়েছে। ছোলার গড় দাম রেকর্ড করা হয়েছে ৭৫০ টাকা। এখানেই শেষ নয়, ডালিমের দাম ১০০০ টাকা থেকে বেড়ে ২২০০ টাকা হয়েছে। ১০ কুইন্টাল থেকে আয় রেকর্ড করা হয়েছিল। ডালিমের গড় দাম রেকর্ড করা হয়েছিল ১৬০০ টাকা। সেই সময় মুসাম্বির দাম ৮০০ টাকা থেকে ১১০০ টাকার মধ্যে রেকর্ড করা হয়েছে।
advertisement
advertisement
আমরেলি মার্কেটিং ইয়ার্ডে মাস্কমেলন এবং তরমুজের আয়ও রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মাস্কমেলনের দাম ১৪০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। এদিকে মাস্কমেলনের গড় দাম ৩৩০ টাকা রেকর্ড করা হয়েছে। একই সময়ে তরমুজের আয়ও রেকর্ড করা হয়েছে।
তরমুজের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হয়েছে। এর মধ্যে ৪০ কুইন্টালের আয় রেকর্ড করা হয়েছিল। এর গড় দাম রেকর্ড করা হয়েছে ২৩০ টাকা। অন্যদিকে কমলালেবুর দাম রেকর্ড করা হয়েছে ১,৪০০ টাকা থেকে ২,৭০০ টাকার মধ্যে। ১০ কুইন্টাল কমলালেবু থেকে আয় হয়েছিল। এর গড় দাম রেকর্ড করা হয়েছে ২৩০০ টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে উঠল জাফরান আম! আজ কত দাম যাচ্ছে? দেখে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement