Two Wheeler Price Cut: আজ থেকেই কমছে জিএসটি-র হার, কোন মোটরসাইকেল-স্কুটি কতটা সস্তা? দেখুন তালিকা

Last Updated:

২৮ শতাংশের বদলে এবার থেকে ৩৫০ সিসি-র নীচে থাকা স্কুটি, মোটরসাইকেলের উপরে ১৮ শতাংশ জিএসটি কার্যকর করা হবে৷

দাম কমছে মোটরসাইকেল, স্কুটির৷
দাম কমছে মোটরসাইকেল, স্কুটির৷
আজ থেকেই কার্যকর হচ্ছে জিএসটি-র নতুন হার৷ এর ফলে অন্যান্য অনেক জিনিসের মতোই সস্তা হতে চলেছে গাড়ি এবংমোটরসাইকেল, স্কুটির দাম৷ ২৮ শতাংশের বদলে এবার থেকে ৩৫০ সিসি-র নীচে থাকা স্কুটি, মোটরসাইকেলের উপরে ১৮ শতাংশ জিএসটি কার্যকর করা হবে৷ এক নজরে দেখে নিন জিএসটি-র হার কমে যাওয়ার ফলে কোন মোটরসাইকেল এবং স্কুটির দাম কতটা কমতে পারে-
হন্ডা অ্যাক্টিভা ১১০- ৭৮৭৪ টাকা
ডায়ো ১১০- ৭১৫৭ টাকা
advertisement
অ্যাক্টিভা ১২৫- ৮২৫৯ টাকা
ডায়ো ১২৫- ৮০৪২ টাকা
শাইন ১০০- ৫৬৭২ টাকা
শাইন ১০০ ডিএক্স- ৬২৫৬ টাকা
লিভো ১১০- ৭১৬৫ টাকা
শাইন ১২৫- ৭৪৪৩ টাকা
এসপি ১২৫- ৭৪৪৩ টাকা
সিবি ১২৫ হরনেট ১২৫- ৮৪৪৭ টাকা
ইউনিকর্ন- ৯৯৪৮ টাকা
এসপি ১৬০- ১০৬৩৫ টাকা
advertisement
এনএক্স ২০০- ১৩৯৭৮ টাকা
সিবি ৩৫০ H’ness- ১৮৫৯৮ টাকা
সিবি ৩৫০ আরএস- ১৮৮৫৭ টাকা
সিবি ৩৫০- ১৮৮৮৭ টাকা
হিরো ডেস্টিনি ১২৫- ৭১৯৭ টাকা
গ্ল্যামার এক্স- ৭৮১৩ টাকা
এইচএফ ডিলাক্স- ৫৮০৫ টাকা
ক্যারিজমা এক্সএমআর ২১০- ১৫৭৪৩ টাকা
প্যাশন প্লাস- ৬৫০০
প্লেজার প্লাস- ৬৪১৭ টাকা
স্প্লেন্ডর প্লাস- ৬৮২০ টাকা
সুপার স্প্লেন্ডর এক্সটেক- ৭২৫৪ টাকা
advertisement
জুম ১১০- ৬৫৯৭ টাকা
জুম ১২৫- ৭২৯১ টাকা
জুম ১৬০- ১১৬০২
এক্স পাল্স ২১০- ১৪৫১৬ টাকা
এক্সট্রিম ১২৫ আর- ৮০১০ টাকা
এক্সট্রিম ১৬০ আর ফোর ভি- ১০৯৮৫ টাকা
এক্সট্রিম ২৫০ আর- ১৪০৫৫ টাকা
বাজাজ পালসার এনএস ১২৫ এবিএস- ১২২০৬ টাকা
বাজাজ পালসার এন১৬০ ইউএসডি- ১৫৭৫৯ টাকা
টিভিএস জুপিটার ১২৫- ৬৩৩৪
advertisement
টিভিএস এনটর্ক ১২৫- ৭২২২
টিভিএস রেইডার ১২৫ সহ অন্যান্য মডেলগুলির দাম সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সস্তা হবে৷
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০- ১৫০০০ টাকা
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০- ১৬৫০০ টাকা
মেটেয়র ৩৫০- ১৯০০০ টাকা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Two Wheeler Price Cut: আজ থেকেই কমছে জিএসটি-র হার, কোন মোটরসাইকেল-স্কুটি কতটা সস্তা? দেখুন তালিকা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement