GST In Online Game: অনলাইন গেমে শিশুমনে খারাপ প্রভাব, নিয়ন্ত্রণে লাগু হচ্ছে জিএসটি! বিল পাশ রাজ্য বিধানসভায়

Last Updated:

GST In Online Game: অনলাইন গেম, ঘোড়দৌড়ের মতো প্রতিযোগিতামূলক খেলায় এবার লাগু হচ্ছে জিএসটি! বিল পাশ হল রাজ্য বিধানসভায়।

বিল পাশ রাজ্য বিধানসভায়
বিল পাশ রাজ্য বিধানসভায়
কলকাতা: অনলাইন গেম, ঘোড়দৌড়ের মতো প্রতিযোগিতায় এবার ২৮% জিএসটি লাগু হতে চলেছে। এই মর্মে আজ দ্য ওয়েস্ট বেঙ্গল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩ পাশ হল রাজ্য বিধানসভায়। ১ অক্টোবর থেকে কার্যকর হবে নয়া আইন।
অনলাইন গেমিং প্রসঙ্গে বাংলা সরকার জানায়, অনলাইন গেমের মাধ্যমে শিশু মনের উপর প্রভাব বিস্তার করছে ফলে এটার একটা নিয়ন্ত্রণ দরকার। যদিও গোয়ার সরকার প্রতিবাদ জানিয়েছিল এই বিষয়ে। তাদের বক্তব্য ছিল ক্যাসিনোর মতো প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। কিন্তু এই ধরনের খেলার মাধ্যমে একটা রাজ্যের রাজস্ব আদায় হতে পারে না এটাই বক্তব্য ছিল বাংলার সরকারের। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল বাংলা সরকারের এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
advertisement
advertisement
এ ছাড়াও নয়া আইনে, ২ কোটি টাকা পর্যন্ত যদি ট্যাক্স ফাঁকি দেয় কেউ তাহলে এবং তার ওপর যদি চিটিং-এর কোনও অভিযোগ থাকে, তাহলে এবার থেকে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GST In Online Game: অনলাইন গেমে শিশুমনে খারাপ প্রভাব, নিয়ন্ত্রণে লাগু হচ্ছে জিএসটি! বিল পাশ রাজ্য বিধানসভায়
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement