এই ৫টি সরকারি সংস্থা বিক্রি করতে চলেছে মোদি সরকার
Last Updated:
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) সহ ৫ সরকারি সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷
#নয়াদিল্লি: বুধবার মন্ত্রিসভার বৈঠকে একাধিক বড় সিদ্ধান্তের ঘোষণা করেছে সরকার ৷ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) সহ ৫ সরকারি সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ অর্থমন্ত্রী বৈঠকে জানিয়েছেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সঙ্গে কন্টেনর কর্পোরেশন (Concor) , THDCIL, NEEPCO a শিপিং কৰ্পোরেশন (SCI) এর কেন্দ্রের যে অংশিদারিত্ব আছে তা বিক্রি করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর পাশাপাশি বেশ কিছু CPSEs তে সরকারের অংশ ৫১ শতাংশ থেকে কমানোর সিদ্ধান্তেও সম্মতি জানানো হয়েছে ৷ তবে এখানে ম্যানেজমেন্ট কন্ট্রোল সরকারের হাতেই থাকবে ৷
ক্যাবিনেট ৭টি CPSEs বিলগ্নিকরণের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ৷ পাশাপাশি SCI তে ৬৩.৭৫% ও কন্টেনর কর্পোরেশনে ৩০.৮ শতাংশ অংশিদারিত্ব কমানোর প্রস্তাবে রাজি হয়েছে ৷ NEEPCO ১০০ শতাংশ অংশিদারিত্ব NTPC কে দেওয়া হবে ৷ THDCIL এর ম্যানেজমেন্ট কন্ট্রোল NTPC কে দেওয়া হবে ৷
বর্তমানে BPCL-এ সরকারের ৫৩.২৯ শতাংশ অংশিদারিত্ব আছে। নিজেদের সমস্ত অংশিদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন নির্মলা সীতারমন জানিয়েছেন THDCIL এর কেন্দ্র সরকারের অংশ NTPC-র কাছে বিক্রি করতে দিতে চলেছে সরকার।
advertisement
advertisement
আর্থিক ঘাটতি সামলাতে বিলগ্নিকরণে জোর দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। BPCL এবং শিপিং কর্পোরেশন এবং Concor-এর শেয়ার বিক্রির মাধ্যমে মোট ₹৬৬,৩৮৮ কোটি টাকা সংগ্রহ করতে পারে কেন্দ্র।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2019 10:14 AM IST