হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সুখবর! এই দিন আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, জেনে নিন তারিখ...

সুখবর! এই দিন আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, জেনে নিন তারিখ...

পিএম কিষাণ স্কিমে প্রতি বছর মোদি সরকার কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi scheme) নবম কিস্তির টাকার জন্য অপেক্ষারত কৃষকদের জন্য রয়েছে সুখবর ৷ সরকার শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ট্রান্সফার করতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কৃষি মন্ত্রক ৯ অগাস্ট পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে ৷ পিএম কিষাণ যোজনার টাকা কোন কোন অ্যাকাউন্টে আসবে তা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ লিস্টে আপনার নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন আপনিও ৷

পিএম কিষাণ স্কিমে প্রতি বছর মোদি সরকার কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷ প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর, তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে অ্যাকাউন্টে চলে আসে ৷

>> আপনার স্টেট্যাসে FTO is Generated and Payment confirmation is pending লেখা থাকলে বুঝবেন আপনার টাকার শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউ্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷>> নবম কিস্তির স্টেটাসে Waiting for approval by state লেখা থাকলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ রাজ্য সরকারের অনুমতি পেলেই আপনার অ্যাকাউন্টে ২০০০ টাকা চলে আসবে ৷>> এছাড়া আপনার স্টেটাসে Rft Signed by State Government লেখা থাকা মানে সুবিধাভোগীর ডেটা যাচাই করা হয়ে গিয়েছে ৷ এরপর রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারকে অনুরোধ করা হয় সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য ৷

কীভাবে চেক করবেন আপনার স্টেটাস

>> সবার প্রথমে পিএম কিষাণের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে>> এরপর ডানদিকে ‘Farmers Corner’ এর বিকল্প পেয়ে যাবেন>> এখানে Beneficiary Status এর অপশনে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে>> নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের শাখা, মোবাইল নম্বর- যে কোনও একটি বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এই তিনটি নম্বরের মাধ্যমে সহজেই চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা ৷>> যে অপশন সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে ‘Get Data’ -তে ক্লিক করুন>> এখানে ক্লিক করার পর আপনি সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ কোন কিস্তির টাকা আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Farmers Scheme, PM Kisan Samman Nidhi Scheme