সুখবর! এই দিন আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, জেনে নিন তারিখ...

Last Updated:

পিএম কিষাণ স্কিমে প্রতি বছর মোদি সরকার কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi scheme) নবম কিস্তির টাকার জন্য অপেক্ষারত কৃষকদের জন্য রয়েছে সুখবর ৷ সরকার শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ট্রান্সফার করতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কৃষি মন্ত্রক ৯ অগাস্ট পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে ৷ পিএম কিষাণ যোজনার টাকা কোন কোন অ্যাকাউন্টে আসবে তা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ লিস্টে আপনার নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন আপনিও ৷
পিএম কিষাণ স্কিমে প্রতি বছর মোদি সরকার কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷ প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর, তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে অ্যাকাউন্টে চলে আসে ৷
>> আপনার স্টেট্যাসে FTO is Generated and Payment confirmation is pending লেখা থাকলে বুঝবেন আপনার টাকার শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউ্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷
advertisement
advertisement
>> নবম কিস্তির স্টেটাসে Waiting for approval by state লেখা থাকলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ রাজ্য সরকারের অনুমতি পেলেই আপনার অ্যাকাউন্টে ২০০০ টাকা চলে আসবে ৷
>> এছাড়া আপনার স্টেটাসে Rft Signed by State Government লেখা থাকা মানে সুবিধাভোগীর ডেটা যাচাই করা হয়ে গিয়েছে ৷ এরপর রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারকে অনুরোধ করা হয় সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য ৷
advertisement
কীভাবে চেক করবেন আপনার স্টেটাস
>> সবার প্রথমে পিএম কিষাণের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে
>> এরপর ডানদিকে ‘Farmers Corner’ এর বিকল্প পেয়ে যাবেন
>> এখানে Beneficiary Status এর অপশনে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে
>> নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের শাখা, মোবাইল নম্বর- যে কোনও একটি বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এই তিনটি নম্বরের মাধ্যমে সহজেই চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা ৷
advertisement
>> যে অপশন সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে ‘Get Data’ -তে ক্লিক করুন
>> এখানে ক্লিক করার পর আপনি সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ কোন কিস্তির টাকা আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! এই দিন আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, জেনে নিন তারিখ...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement