সুখবর! চাকরিজীবীদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা আজ মন্ত্রিসভার বৈঠকে...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এছাড়া গরিব কল্যাণ অন্ন যোজনা নভেম্বর পর্যন্ত জারি রাখার প্রস্তাবে সহমত প্রকাশ করতে পারে মন্ত্রিসভা ৷
#নয়াদিল্লি: বুধবার সকাল ১০:৩০ টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার ও সিসিই-র গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ৷ CNBC আওয়াজের খবর অনুযায়ী, বৈঠকে ব্যবসায়ী ও কর্মচারীদের সুবিধার্থে ইপিএফ (Employees' Provident Fund) সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ পাশাপাশি কৃষি ক্ষেত্রের জন্য ১ লক্ষ কোটি টাকার ফান্ডের জন্য অনুমতি দিতে পারে ক্যাবিনেট ৷ এছাড়া গরিব কল্যাণ অন্ন যোজনা নভেম্বর পর্যন্ত জারি রাখার প্রস্তাবে সহমত প্রকাশ করতে পারে মন্ত্রিসভা ৷
চাকরিজীবীদের জন্য ইপিএফ-এ হতে পারে বদল - লকডাউনের সময় যাতে মানুষের মানুষের নগদ টাকার সমস্যা না হয় সেই জন্য পিএফ থেকে টাকা তোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার ৷ তবে এই ছাড় ৩০ জুন পর্যন্ত দেওয়া হয়েছিল ৷ অ্যাকাউন্ট হোল্ডাররা অ্যাকাউন্টে জমা টাকার ৭৫ শতাংশ বা বেসিক স্যালারি বা ডিএ-র ৩ গুণ টাকা, দুটোর মধ্যে যেটা কম সেটা তুলতে পারবেন বলে জানানো হয়েছিল ৷ কিন্তু ১ জুলাই থেকে এই সুবিধা বন্ধ হয়ে গিয়েছে ৷
advertisement
গরিব কল্যাণ অন্ন যোজনায় মিলতে পার অনুমতি- করোনা সঙ্কটের মধ্যে মোদি সরকার নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন ৷ সম্প্রতি এই বিষয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷
advertisement
মার্চে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের অন্তর্গত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ঘোষণা করা হয়েছিল ৷ এই যোজনায় গত তিন মাস ধরে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে যা আপাতত নভেম্বর পর্যন্ত দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2020 9:06 AM IST