এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই সিদ্ধান্তের জেরে এবার থেকে হোম, অটো, পার্সোনাল সমস্ত লোনের ইএমআই কম হতে চলেছে ৷
#নয়াদিল্লি: ICICI Bank-এর গ্রাহকদের জন্য সুখবর ৷ জুলাই মাসের প্রথম দিনই লোনের উপর সুদের হার কমানোর ঘোষণা করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ যত বছরের লোন হোক সমস্ত লোনে সুদের হার ০.১৫ শতাংশ কমানোর ঘোষণা করা হয়েছে ৷ এই সিদ্ধান্তের জেরে এবার থেকে হোম, অটো, পার্সোনাল সমস্ত লোনের ইএমআই কম হতে চলেছে ৷ সম্প্রতি একাধিক ব্যাঙ্ক লোনে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷
গত মাসে ICICI ব্যাঙ্ক ৫০ লক্ষ টাকার কম অ্যামাউন্টের ক্ষেত্রে সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে ৩.২৫ শতাংশ থেকে ৩ শতাংশ করা হয়েছে ৷ ৫০ লক্ষের বেশি টাকার ক্ষেত্রে সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৩.৫০ শতাংশ করা হয়েছে ৷
জুনের শেষ সপ্তাহে Housing Development Finance Corporation (HDFC) তাদের রিটেল প্রাইম লেন্ডিং রেট ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে ৷ এর জেরে এই রেট কমে ১৬.২০ শতাংশ হয়ে গিয়েছে ৷ এই রেট কমে যাওয়ায় হোম, অটো , পার্সোনাল সমস্ত লোনের গ্রাহকরা লাভবান হতে চলেছেন ৷ এর আগে স্টেট ব্যাঙ্ক MCLR লাগাতার ১৩ বার কম করেছে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2020 4:41 PM IST