হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সোনায় বিনিয়োগ করতে চাইলে এগুলিই সেরা, দেখে নিন কী কী নথিপত্র লাগবে

Gold Investments: সোনায় বিনিয়োগ করতে চাইলে এগুলিই সেরা, দেখে নিন কী কী নথিপত্র লাগবে

গয়না, কয়েন, বার, গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, গোল্ড ফান্ড, সভেরিন গোল্ড বন্ড স্কিম ইত্যাদির মাধ্যমে সোনায় বিনিয়োগ করা সহজ।

  • Share this:

নয়াদিল্লি:  মূল্যবান ধাতু কম নেই। কিন্তু বিনিয়োগের জন্য সোনাকেই বেছে নেওয়া হয়। এর প্রধান কারণ, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়ার ক্ষমতা এবং হাই লিকুইডিটি। গয়না, কয়েন, বার, গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, গোল্ড ফান্ড, সভেরিন গোল্ড বন্ড স্কিম ইত্যাদির মাধ্যমে সোনায় বিনিয়োগ করা সহজ।

কখনও কখনও সোনার দামও হু-হু করে পড়ে। তবে সেটা সাময়িক। দীর্ঘদিন স্থায়ী হয় না। এবং দাম পড়ার পর ফের বাড়ে। সোনায় বিনিয়োগের জন্য একবার মনস্থির করে ফেললে কোন মাধ্যমে বিনিয়োগ করা ঠিক হবে, সেটা সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

সোনায় বিনিয়োগের সেরা পরিকল্পনা: ‘সোনায় কীভাবে অর্থ বিনিয়োগ করা যায়’? এটা ঠিক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু প্রচলিত এবং আধুনিক বিনিয়োগ বিকল্প রয়েছে যা সাধারণ মানুষ পছন্দ করে। প্রচলিত আকারে সোনার গয়না, মুদ্রা, বিলিয়ন বা শিল্পকর্মেই টাকা ঢালত বিনিয়োগকারীরা। তবে যুগ পাল্টে গিয়েছে। এখন বিনিয়োগকারীদের কাছে গোল্ড ফান্ড এবং গোল্ড ইটিএফ-এর মতো বিনিয়োগ মাধ্যম রয়েছে।

গোল্ড ইটিএফ (এক্সচেঞ্জড ট্রেডেড ফান্ড) ফিজিক্যাল গোল্ড কেনার মতোই। কিন্তু পার্থক্য হল, এতে সোনা হাতে পাওয়া যাবে না। আসলে ফিজিক্যাল সোনা কেনার ঝামেলা রয়েছে। চুরির ভয় থাকে। তাই এতে কেনা সোনা ডিম্যাট আকারে সংরক্ষণ করা হয়। অন্য দিকে, গোল্ড ফান্ডে সোনার খনি কোম্পানিগুলির সঙ্গে চুক্তি হয়।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

সভেরিন গোল্ড বন্ড কী: সভেরিন গোল্ড বন্ড হল ডিজিটাল সোনা কেনার সবচেয়ে নিরাপদ উয়ায়। কারণ এগুলো ভারত সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জারি করে। বার্ষিক ২.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সর্বোচ্চ ৪ কেজি সোনায় বিনিয়োগ করা যায়। বন্ডের মেয়াদ ৮ বছর। পঞ্চম বর্ষ থেকে প্রত্যাহারের সুবিধা মেলে।

ভারতের কিছু সেরা গোল্ড ফান্ড: বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে কিছু সেরা গোল্ড ফান্ডের হদিশ দেওয়া হল। বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন – অ্যাক্সিস গোল্ড ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ গোল্ড ফান্ড, কানাড়া রোবেকো গোল্ড সেভিংস ফান্ড, এইচডিএফসি গোল্ড ফান্ড, আইসিআইসিআই প্রু রেগুলার গোল্ড সেভিংস ফান্ড।

সোনায় বিনিয়োগের জন্য কোন নথিপত্র প্রয়োজন: ফিজিক্যাল গোল্ডে ২ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে প্যান কার্ড দরকার হয়। ইটিএফ-এ বিনিয়োগ করতে চাইলে ব্রোকারেজ ফার্মের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে হবে। পাশাপাশি ডিম্যাট অ্যাকাউন্টও দরকার। সভেরিন গোল্ড বন্ডের জন্য দরকার কেওয়াইসি (আধার, প্যান, ভোটার আইডি বা পাসপোর্ট)।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Gold, Gold Investment